shono
Advertisement

Breaking News

অরুণ জেটলির প্রয়াণে শোকাহত বলিমহল, শ্রদ্ধাজ্ঞাপন তারকাদের

সোশ্যাল মিডিয়ায় বার্তা তারকাদের। The post অরুণ জেটলির প্রয়াণে শোকাহত বলিমহল, শ্রদ্ধাজ্ঞাপন তারকাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:46 PM Aug 24, 2019Updated: 06:18 PM Aug 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক মহলে ফের শোকের ছায়া। এক মাসের মধ্যে গেরুয়া শিবিরে ফের ইন্দ্রপতন। সুষমা স্বরাজের পর প্রয়াত হলেন অরুণ জেটলি। দীর্ঘ রোগভোগের পর শনিবার হাসপাতালেই চিরনিদ্রায় গেলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতো মহান রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে শোকাহত গোটা দেশ। দল-মত, রাজনৈতিক রংয়ের উর্ধ্বে গিয়ে শোকপ্রকাশ করেছেন সকলেই। দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বলিউডেও। অরুণ জেটলির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই করণ জোহর, সানি দেওল, রীতেশ দেশমুখ থেকে নিমরত কৌরের মতো বলিমহলের একাধিক তারকা এদিন সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করা শুরু করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ট্রানজিস্টর ভেঙে ম্যাগনেট আবিষ্কার করেছিলাম’, অকপট অক্ষয় কুমার]

‘দেশ আরও এক মহান নেতাকে হারালো’, অরুণ জেটলির প্রয়াণে মর্মাহত হয়ে অভিনেতা তথা গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল এমনটাই জানান।  

অরুণ জেটলির আত্মার শান্তি কামনা করে অভিনেতা রীতেশ দেশমুখ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকপ্রকাশ করেন টুইটারে।

স্মৃতিমেদুর অভিনেতা অজয় দেবগন। তিনি বলেন, “অরুণ জেটলির মতো দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করি।”

[আরও পড়ুন: পরিচালকের সঙ্গে অভব্য আচরণ! বিতর্কে জড়িয়ে মুখ খুললেন ঋত্বিক চক্রবর্তী]

শনিবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে অজয় দেবগনের মতো অনিল কাপুরও বছর ২০ আগের স্মৃতিতে ভেসে যান। “প্রায় ২০ বছর আগে তাঁর সঙ্গে প্রথমবার সাক্ষাতের সুযোগ হয়েছিল। তখন থেকেই আমি গুণমুগ্ধ। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষিতের জন্য এক বিশাল ক্ষতি”, টুইটারে শোকবার্তা প্রকাশ করেন অনিল কাপুর।

শোকজ্ঞাপন করেন তৃণমূল সাংসদ নুসরত জাহান, দীপক অধিকারী ওরফে দেব।  

The post অরুণ জেটলির প্রয়াণে শোকাহত বলিমহল, শ্রদ্ধাজ্ঞাপন তারকাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement