-
- ফটো গ্যালারি
- Bollywood stars in ramesh taurani and abu jani sandeep khoslas diwali bash
বি-টাউনে একের পর এক দিওয়ালি পার্টি, সেলিব্রেশনে কার কেমন সাজ? রইল অ্যালবাম
বলিউডের পরবর্তী প্রজন্মও সেলিব্রেশনে শামিল।
Tap to expand
দিওয়ালির এখনও খানিক দেরি। তার আগেই সেলিব্রশনে বলিউড তারকারা। একের পর এক দিওয়ালি পার্টির আয়োজন হচ্ছে। প্রযোজক রমেশ তুরানির পার্টিতে নবাবি মেজাজে দেখা যায় সইফ আলি খানকে।
Tap to expand
বিয়ের পর যেন প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। পেস্তা রঙের পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। কালো ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় জাহিরকে।
Tap to expand
প্রেমে আর লুকোছাপা নেই, সব জায়গায় একসঙ্গেই যান বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। ব্রাইট পিঙ্ক লেহেঙ্গায় অপরূপা নায়িকা। পাশে সবুজ জ্যাকেট পরে পোজ দেন বিজয়।
Tap to expand
অফ হোয়াইট কম্বিনেশনে সেজেছিলেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। অনেক খারাপ সময় একসঙ্গে পেরিয়েছেন। এখন বেশ খোশমেজাজেই রয়েছেন তারকা দম্পতি।
Tap to expand
রমেশ তুরানির দিওয়ালি পার্টিতে একাই গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আবার ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার পার্টিতে দেখা যায় অনিল কাপুর ও করণ জোহরকে।
Tap to expand
সুন্দর কারুকাজ করা লেহেঙ্গায় সেজে এসেছিলেন বলিউডের দুই কন্যা। ভূমি পেড়নেকরের সাজে ছিল পলকা ডটের প্রাধান্য। শর্বরী ওয়াঘ সোনালি পোশাকেই সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন।
Tap to expand
বলিউডের পরবর্তী প্রজন্মও সেলিব্রেশনে শামিল। সইফপুত্র ইব্রাহিমকে দেখা যায় ইন্দো-ওয়েস্টার্ন লুকে। অমিতাভের নাতি অগস্ত্য এসেছিলেন নীল কুর্তা পরে।
Tap to expand
সোশাল মিডিয়া স্টারদেরও এন্ট্রি ছিল বলিউডের গ্ল্যামারাস পার্টিতে। লাল পোশাকে দেখা যায় উরফি জাভেদকে। সাদা শাড়িতে সাজেন কুশা কাপিলা। ছবি: সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 11:37 AM Oct 27, 2024Updated: 05:35 PM Oct 27, 2024
বলিউডের পরবর্তী প্রজন্মও সেলিব্রেশনে শামিল।