Advertisement
বি-টাউনে একের পর এক দিওয়ালি পার্টি, সেলিব্রেশনে কার কেমন সাজ? রইল অ্যালবাম
বলিউডের পরবর্তী প্রজন্মও সেলিব্রেশনে শামিল।
দিওয়ালির এখনও খানিক দেরি। তার আগেই সেলিব্রশনে বলিউড তারকারা। একের পর এক দিওয়ালি পার্টির আয়োজন হচ্ছে। প্রযোজক রমেশ তুরানির পার্টিতে নবাবি মেজাজে দেখা যায় সইফ আলি খানকে।
বিয়ের পর যেন প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। পেস্তা রঙের পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। কালো ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় জাহিরকে।
প্রেমে আর লুকোছাপা নেই, সব জায়গায় একসঙ্গেই যান বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। ব্রাইট পিঙ্ক লেহেঙ্গায় অপরূপা নায়িকা। পাশে সবুজ জ্যাকেট পরে পোজ দেন বিজয়।
অফ হোয়াইট কম্বিনেশনে সেজেছিলেন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। অনেক খারাপ সময় একসঙ্গে পেরিয়েছেন। এখন বেশ খোশমেজাজেই রয়েছেন তারকা দম্পতি।
রমেশ তুরানির দিওয়ালি পার্টিতে একাই গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। আবার ডিজাইনার আবু জানি-সন্দীপ খোসলার পার্টিতে দেখা যায় অনিল কাপুর ও করণ জোহরকে।
সুন্দর কারুকাজ করা লেহেঙ্গায় সেজে এসেছিলেন বলিউডের দুই কন্যা। ভূমি পেড়নেকরের সাজে ছিল পলকা ডটের প্রাধান্য। শর্বরী ওয়াঘ সোনালি পোশাকেই সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন।
Published By: Suparna MajumderPosted: 11:37 AM Oct 27, 2024Updated: 05:35 PM Oct 27, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ