সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বোমাতঙ্ক ছড়াল দিল্লির স্কুলে। মাঝরাতে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। তবে স্কুল চত্বরে বোমা মেলেনি বলেই খবর। তবে ইমেল পেয়েই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, মাস দুয়েক আগে ঠিক এভাবেই দিল্লির শতাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। তবে কোনও দুর্ঘটনার খবর মেলেনি।
[আরও পড়ুন: ‘ছেলেখেলা বন্ধ করে ত্রুটি মেটান’, নিটের চূড়ান্ত রায়েও NTA-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের]
শুক্রবার বোমাতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকার একটি স্কুলে। সূত্রের খবর, মাঝরাতে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। যদিও রাত সাড়ে বারোটা নাগাদ আসা মেলটি তখন কারোর চোখে পড়েনি। শুক্রবার সকালে স্কুলে এসে মেল খেয়াল করেন স্কুলের কর্মীরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। স্কুল খালি করে শুরু হয় তল্লাশি। যদিও সেসময় খুব বেশি সংখ্যক পড়ুয়া স্কুলে আসেনি।
দীর্ঘ তল্লাশির পরে অবশ্য বোমার সন্ধান মেলেনি স্কুলে। পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠানো হয়েছিল ওই নামী স্কুলে। তবে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। স্কুলের প্রিন্সিপাল জানান, মেল দেখার ১০ মিনিটের মধ্যে স্কুলে এসে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পড়ুয়া বা তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, মাসদুয়েক আগে লোকসভা নির্বাচনের মধ্যে একাধিকবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে (Delhi)। স্কুল, হাসপাতাল, বিমানবন্দর-সর্বত্র ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়েছে। দেশের অন্যতম নিরাপদ ভবনও রেহাই পায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) দপ্তরে ইমেল করেও বোমাতঙ্ক ছড়ায়।