shono
Advertisement
Nagpur

বিমানে রয়েছে বোমা! মাঝ আকাশে আতঙ্ক ইন্ডিগোয়, জরুরি অবতরণ

যাত্রীদের বিমান থেকে নামিয়ে অন্য বিমানে পাঠিয়ে দেওয়া হয় গন্তব্যে।
Published By: Amit Kumar DasPosted: 03:02 PM Sep 01, 2024Updated: 03:02 PM Sep 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিমানে বোমাতঙ্ক। জব্বলপুর থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমা রাখা রয়েছে, এমন খবরে রীতিমতো আতঙ্ক ছড়াল। মাঝ আকাশে এই তথ্য পেয়ে নাগপুরে জরুরি অবতরণ করল বিমান। নামানো হল যাত্রীদের।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সকালে জব্বলপুর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর 6E 7308 বিমানটি। মাঝ আকাশেই খবর আসে বিমানে বোমা রাখা রয়েছে। এই তথ্য পাইলটের কাছে পৌঁছলে সঙ্গে সঙ্গে বিমানটি অবতরণের সিদ্ধান্ত নেন চালক। নাগপুরে জরুরি অবতরণের বার্তা পাঠানো হয়। গোটা বিষয় জানতে পেরে তৎপর হয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটি অবতরণের পর নিরাপদে যাত্রীদের নামিয়ে শুরু হয় তল্লাশি। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

[আরও পড়ুন: আসনার দাপটে আরও বৃষ্টির পূর্বাভাস, গুজরাটে মৃত বেড়ে ৪৫]

এদিকে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ওই বিমানে বোমা রয়েছে এমন খবর পেয়ে বাধ্য হয়ে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। সকল যাত্রী নিরাপদে বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি যাত্রীদের যাতে সমস্যা না হয় তার জন্য তাঁদের অন্য একটি বিমানে হায়দরাবাদের উদ্দেশে রওনা করানো হয়। দীর্ঘ তল্লাশির পর জানা যায় যে বিমানে বোমা থাকার খবর পুরোপুরি ভুয়ো।

[আরও পড়ুন: ঝাড়খণ্ডে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে মৃত ৮! কাঠগড়ায় হেমন্ত সোরেনের সরকার]

অবশ্য সাম্প্রতিক সময়ে দেশে নানা প্রান্তে এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে ফোনে বা ইমেলের মাধ্যমে বোমা রাখার বার্তা দেওয়া হয়েছে বিমান সংস্থা বা বিমানবন্দর কর্তৃপক্ষকে। প্রতিবারই দেখা গিয়েছে, ওই হুমকি ভুয়ো। মাঝে নিয়ম অনুযায়ী, গোটা বিমানে তল্লাশি চালাতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। এই ধরনের ঘটনার জেরে চরম সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। পুলিশি তদন্তে একাধিকবার দেখা গিয়েছে, নিতান্ত মজার ছলে এই ধরনের হুমকি ইমেল পাঠিয়েছে কোনও নাবালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জব্বলপুর থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক।
  • নাগপুরে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের।
  • তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
Advertisement