shono
Advertisement
Titagarh Shootout

ভোটের ফলপ্রকাশের পরই গুলি ও বোমাবাজি! টিটাগড়ে তুমুল উত্তেজনা

তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা।
Published By: Sayani SenPosted: 11:36 AM Jun 07, 2024Updated: 03:07 PM Jun 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ফলপ্রকাশের পরই টিটাগড়ে তুমুল উত্তেজনা। রাতের অন্ধকারে চলল গুলি ও বোমা। তৃণমূল কর্মী-সমর্থকরা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপিয়েছে। যদিও সে অভিযোগ নস্যাৎ করেছে গেরুয়া শিবির।

Advertisement

বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টিটাগড়। এবার লোকসভা নির্বাচনে সেখানকার প্রার্থী অর্জুন সিংকে হারিয়েছে তৃণমূল। বিপুল ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বৃহস্পতিবার রাতে টিটাগড় পুরসভা লাগোয়া এলাকায় তৃণমূলের সাফল্য উদযাপন করছিলেন। চলছিল খাওয়াদাওয়া। অভিযোগ, তারই মাঝে বেশ কয়েকজন যুবক রতন, বিকাশ, কিষাণ, কালু এবং রামু আসে।

তাঁরা সকলেই সক্রিয় বিজেপি কর্মী হিসাবে পরিচিত। অভিযোগ, ওই যুবকেরা তৃণমূল কর্মী-সমর্থকদের লক্ষ্য করে গুলি চালায় এবং বোমাবাজি করে। কমপক্ষে ৩ রাউন্ড গুলি এবং একটি বোমা ছোড়া হয় বলেই দাবি স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের। ভোটে জিততে না পারায় এভাবে এলাকায় সন্ত্রাস চলছে বলেই দাবি ঘাসফুল শিবিরের।

[আরও পড়ুন: দিল্লিতে পা রাখতেই তাড়া করল চড় কাণ্ডের ‘অভিশাপ’! ক্যামেরা দেখেই মুখ ফেরালেন কঙ্গনা]

যদিও ঘাসফুল শিবিরের দাবি অস্বীকার করেছে বিজেপি। এলাকায় গুলি চলা এবং বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে। পদ্মশিবিরের দাবি, ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে শাসক শিবিরই। সে কারণেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নেট রিচার্জ করে পড়াশোনা, ডাক্তারি প্রবেশিকায় সফল রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের ফলপ্রকাশের পরই টিটাগড়ে তুমুল উত্তেজনা। রাতের অন্ধকারে চলল গুলি ও বোমা।
  • তৃণমূল কর্মী-সমর্থকরা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপিয়েছে।
  • যদিও সে অভিযোগ নস্যাৎ করেছে গেরুয়া শিবির।
Advertisement