সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) মুখোমুখি হবে দুই হেভিওয়েট দল। এবার চার ম্যাচ নয়, অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। যার মধ্যে আছে দিন-রাতের পিঙ্ক বল টেস্টও। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে একটি দুদিনের ম্যাচ খেলবে ভারত।
১৯৯১-৯২ মরশুমের পর এই বছরই দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। গত কয়েক বছর ব্রিসবেন থেকে সিরিজ শুরু হলেও, এবার সিরিজ শুরু হবে পার্থ থেকে। ২২ নভেম্বরের প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। অ্যাডিলেডের এই টেস্টটি দিন-রাতের ম্যাচ। সেটা মাথায় রেখেই ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে একটি দুদিন ম্যাচ খেলা হবে। ওভালের সেই ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ প্রধানমন্ত্রী একাদশ।
[আরও পড়ুন: ক্রীড়া আদালতে গৃহীত ভিনেশের আবেদন, সওয়াল হরিশ সালভের, পদক পাবেন ভারতীয় কুস্তিগির?]
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "পার্থ টেস্ট (২২-২৬ নভেম্বর) থেকে অ্যাডিলেড ওভাল (৬-১০ ডিসেম্বর) টেস্টের মধ্যে সপ্তাহান্তে একটি দুদিনের টেস্ট ম্যাচ খেলা হবে। গত দুবছরের বেশি সময় ধরে রোহিত শর্মার দল পিঙ্ক কোকাবুরা বলে টেস্ট খেলার সুযোগ পায়নি। তাই অ্যাডিলেডের টেস্টের আগে তাদের মানিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ২০২০ সালে পিঙ্ক বল টেস্টে ভারত তাদের সর্বনিম্ন রান (৩৬) করেছিল।"
[আরও পড়ুন: মনুর সঙ্গে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন কে? জানিয়ে দিল আইওএ]
স্পষ্টতই ক্রিকেট অস্ট্রেলিয়ার বয়ানে ভারতের ২০২০ সালের অস্ট্রেলিয়া সফরের স্মৃতি উসকে খোঁচা দেওয়া হয়েছে। সেবার পিঙ্ক বল টেস্টে ৩৬ রানে থেমে যায় বিরাট কোহলিদের ইনিংস। যদিও সেই সিরিজে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এবার পিঙ্ক বল টেস্টে যেন বেসামাল না হতে হয়, সেই চেষ্টা থাকবে রোহিত শর্মাদের।