shono
Advertisement
2028 Los Angeles Olympics

২০২৮ অলিম্পিকে 'কামব্যাক' বক্সিংয়ের, নিখাত-লভলিনাদের পদকের অপেক্ষায় দেশবাসী

২০২২ সালে যখন প্রাথমিকভাবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সূচি ঘোষণা হয় সেখানে বক্সিংয়ের উল্লেখ ছিল না।
Published By: Anwesha AdhikaryPosted: 09:16 AM Mar 21, 2025Updated: 02:05 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে বক্সিংও। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, চলতি সম্মেলনেই বক্সিংকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে যখন প্রাথমিকভাবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সূচি ঘোষণা হয় সেখানে বক্সিংয়ের উল্লেখ ছিল না। তারপর থেকেই প্রশ্ন ওঠে, তাহলে কি আসন্ন অলিম্পিকে বক্সিং আর থাকবে না?

Advertisement

২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা বরগোঁহাই। তার আগে বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তবে ২০২৪ সালের অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় বক্সারদের। তাই লস অ্যাঞ্জেলসকে পাখির চোখ করছিলেন নিখাত জারিনরা। কিন্তু বক্সিং আদৌ অলিম্পিকে থাকবে কিনা সেই নিয়েই সংশয় দেখা যায়। এমনকি মার্কিন মুলুকে আয়োজিত অলিম্পিকে যেন বক্সিংকে অন্তর্ভুক্ত করা হয়, সেই মর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও লেখে বক্সিংয়ের নিয়ামক সংস্থা আইবিএ।

শেষ পর্যন্ত অলিম্পিকে জায়গা করে নিল বক্সিং। অলিম্পিক কমিটির বিদায়ী প্রেসিডেন্ট থমাস বাখ সকলকে ধন্যবাদ জানান বক্সিংকে ফের অলিম্পিকে জায়গা দেওয়ার জন্য। গ্রিসে অলিম্পিক কমিটির সম্মেলনে ভোটাভুটি হয়েছে বক্সিংকে গ্রেটেস্ট শো অন আর্থের অংশ করার জন্য। সেখানে প্রত্যেকেই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে কবে থেকে বক্সিংয়ের যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে, সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।

গত অলিম্পিকে দুই বক্সার ইমানে খেলিফ এবং লিন ইউ তিংয়ের লিঙ্গ পরিচয় নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। দুজনকেই নিষিদ্ধ করেছিল বক্সিং সংস্থা। কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতিতে তাঁরা খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত সোনা জেতেন দুই বক্সারই। কিন্তু প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, যেসমস্ত ক্রীড়াবিদদের লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে তাঁরা ক্রীড়াপ্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সেই সিদ্ধান্তেও সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। অবশেষে মার্কিন মুলুকের অলিম্পিকে থাকছে বক্সিং। কিন্তু খেলিফ এবং লিন কি সেখানে নামতে পারবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement