shono
Advertisement

দুঃস্বপ্নের ইতি! করোনার ভ্যাকসিন নিতে নিতেই প্রেমিক নার্সকে বিয়ের প্রস্তাব যুবকের

দেখুন মন ভাল করা ভিডিওটি।
Posted: 11:46 AM Jan 03, 2021Updated: 02:50 PM Jan 03, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড ভ্যাকসিনের হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে বিশ্ববাসী। কাটিয়ে উঠছেন ২০২০-এর দুঃস্বপ্ন। আর তাই বোধহয় সেই ভ্যাকসিন নেওয়ার সময় জীবনসঙ্গী বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এক কোভিডযোদ্ধা। স্বাস্থ্যকেন্দ্রেই করলেন ঘর বাঁধার অঙ্গীকার। আর সেই প্রেম নিবেদনের উপায়ও ছিল অভিনব।

Advertisement

দক্ষিণ ডাকোটার এক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে হাজির হয়েছিলেন জরুরি স্বাস্থ্য পরিষেবার সুপার ভাইজার রবি ভারগাস করটেস। সেই স্বাস্থ্যকেন্দ্রেই কর্মরত তাঁর সঙ্গী এরিক ভ্যান্ডারলি। তিনি পুরুষ নার্স। রবি ও এরিক সমকামী যুগল। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রণয়ের সম্পর্ক।

[আরও পড়ুন : ট্রেনে কাটা পড়তে পড়তে রক্ষা! প্রৌঢ়ের প্রাণ বাঁচিয়েই সপাটে চড় কনস্টেবলের, ভিডিও ভাইরাল]

গত এক বছর ধরে করোনার বিরুদ্ধে একবারে সামনের সারিতে দাঁড়িয়ে দুজনই মহামারীর বিরুদ্ধে লড়াই করছেন। বহুদিন দেখা সাক্ষাৎ-ও নেই। অবশেষে ভ্যাকসিন আসায় দিনবদলের স্বপ্ন দেখছেন বিশ্বের বহু মানুষ। তাই মোক্ষম দিনে একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন রবি।

তাঁর পোশাকের হাতার নিচে লোকানো ছিল আংটি। তখন সঙ্গীকে ভ্যাকসিন দেওয়ার তোরজোর করছেন এরিক। আর কোভিডের প্রতিষেধক নেওয়ার জন্য রবি জামার হাতা গোটাতেই এরিকের চোখে পড়ে আংটি। তখনই তাঁকে বিয়ের জন্য প্রস্তাব দেন রবি। প্রাথমিকভাবে বিষয়টি বিশ্বাসই করতে পারেননি এরিক। বরং উপস্থিত সহকর্মীদের জিজ্ঞেস করতে থাকেন, “আমি কি ঠিক দেখছি?” ধাতস্থ হয়ে রবির প্রস্তাবে সায় দেন তিনি।

[আরও পড়ুন : নিস্তার নেই ২০২১-এও, ভয়ংকর এই প্রলয়ের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন নস্ত্রাদামুস]

স্ট্যান্ডফোর্ড হেলথ সেন্টারের তরফে ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়। আপাতত নেটিজেনরা সেই ভিডিওতেই মজেছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। নেটিজেনরা বলছেন.মহামারী দুঃস্বপ্নের শেষে মন ভাল করা ঘটনা। দুজনের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার