shono
Advertisement

নেমারদের কাছে লজ্জার হার মেসির আর্জেন্টিনার

পেরুর বিরুদ্ধে নামার আগে বেশ চনমনে মেজাজে টিটের ছেলেরা৷ The post নেমারদের কাছে লজ্জার হার মেসির আর্জেন্টিনার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:25 PM Nov 11, 2016Updated: 01:07 PM Nov 11, 2016

ব্রাজিল – ৩ (কুটিনহো, নেমার, পাওলিনহো)

Advertisement

আর্জেন্টিনা – ০

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সুযোগ বারবার আসে না৷ কিন্তু লিওনেল মেসির সামনে দেশের ফুটবল একাধিকবার সুযোগের ডালা সাজিয়ে ধরেছে৷ আর প্রতিবারই হতাশ হয়েছে৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ আর্জেন্টাইন সুপারস্টারের হয়তো নিজের পক্ষে যুক্তি খাড়া করার আর কোনও উপায় রইল না৷

নেমার নাকি মেসি? শুক্রবার ভোরে এই ছিল লাখ টাকার সওয়াল৷ উত্তরটা বেশ স্পষ্ট৷ দেশের জার্সি গায়ে ফের একবার ব্যর্থ এলএম টেন৷ তাও আবার সতীর্থর কাছে৷ শুধু নিজেকে প্রমাণ করা হল না, এমনটাই নয়৷ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা রীতিমতো কঠিন হয়ে পড়ল আর্জেন্টিনার৷ এডগার্ডোর ছেলেদের হতাশাজনক পারফরম্যান্সে হতবাক আর্জেন্টিনার সমর্থকরাও৷

বেলো হরাইজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রথমার্ধের ইনজুরি টাইমে দর্শনীয় গোল করলেন নেমার৷ দেশের হয়ে ৫০ তম আন্তর্জাতিক গোলটি করে ফেললেন সেলেকাওদের পোস্টার বয়৷ এদিন শুরুটা করেছিলেন কুটিনহো৷ ২৫ মিনিটে নেমারের বাড়ানো বল থেকে লং শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি৷ আর আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পাওলিনহো৷ আর সেই সঙ্গে বিশ্বকাপ কোয়ালিফায়ারে চার ম্যাচে জয় অধরাই থেকে গেল মেসিদের৷ অন্যদিকে কোচ টিটের তত্ত্বাবধানে পাঁচে পাঁচ করল ব্রাজিল৷

২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে লজ্জাজনকভাবে হেরেছিল পাঁচবারের বিশ্বজয়ী দল৷ তারপর প্রথমবার বেলো হরাইজন্তের মাঠে নেমেছিলেন কুটিনহোরা৷ এদিন সেই ক্ষতে অনেকটা প্রলেপ পড়ল৷ পেরুর বিরুদ্ধে নামার আগে বেশ চনমনে মেজাজে টিটের ছেলেরা৷ এদিকে একরাশ চাপ মাথায় নিয়ে মঙ্গলবার কলম্বিয়ার মুখোমুখি হবে মেসি অ্যান্ড কোম্পানি৷

The post নেমারদের কাছে লজ্জার হার মেসির আর্জেন্টিনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement