shono
Advertisement

ব্রাজিল ছিটকে যেতেই চাকরি গেল দুঙ্গার

বিতর্কিত গোলে হারলেও ব্রাজিল কেন পেরুর মতো দলকে হারাতে পারবে না, এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছিল সিবিএফের কাছে৷ শোনা যাচ্ছে, দুঙ্গার জায়গায় ব্রাজিলের কোচ হতে পারেন সাও পাওলোর কোরি‌ন্থিয়ান্সের কোচ টিটে৷
Posted: 09:42 PM Jun 15, 2016Updated: 07:04 PM Jun 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপার ব্যর্থতার জের৷ চাকরি গেল ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার৷

Advertisement

বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যান্সের পর লুই ফিলিপ স্কোলারির জায়গায় কোচের পদে এসেছিলেন প্রাক্তন ব্রাজিলিয়ান অধিনায়ক৷ দায়িত্ব নেওয়ার পর প্রস্তুতি ম্যাচগুলিতে খারাপ পারফরম্যান্স করেনি ব্রাজিল৷ কিন্তু দু’টি কোপাতেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি৷ আর শতবর্ষের কোপায় তো তিন দশকে এই প্রথমবার গ্রুপ লিগ থেকেই ছিটকে যায় তারা৷ এই ব্যর্থতা মেনে নিতে পারেননি ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা৷ পেরুর কাছে বিতর্কিত গোলে হেরে কোপা থেকে বিদায় নেয় ব্রাজিল৷

বিতর্কিত গোলে হারলেও ব্রাজিল কেন পেরুর মতো দলকে হারাতে পারবে না, এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়িয়েছিল সিবিএফের কাছে৷ এবং সেই কারণেই দুঙ্গাকে সরে যেতে হল বলে মনে করছে ব্রাজিলের সংবাদ মাধ্যম৷ শোনা যাচ্ছে, দুঙ্গার জায়গায় ব্রাজিলের কোচ হতে পারেন সাও পাওলোর কোরি‌ন্থিয়ান্সের কোচ টিটে৷

কোপা থেকে ছিটকে যাওয়ার পরই দুঙ্গা নিজেও বুঝতে পেরেছিলেন, এই ব্যর্থতা হয়তো তাঁকে আর দলের দায়িত্বে রাখবে না৷ তবে একটা সমস্যা ইতিমধ্যেই তৈরি হয়েছে৷ সামনের আগস্টেই ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে ওলিম্পিক৷ তার আগে নতুন কোচের দায়িত্ব দেওয়ার ফলে ব্রাজিল কতটা সফল হবে, তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement