shono
Advertisement

ফটোগ্রাফার সঙ্গে আনতে ভুলে গিয়েছেন বর, বিয়ের আসর ছেড়ে সোজা পাশের বাড়িতে কনে

বিয়ে ভাঙার এমন কারণও হয়!
Posted: 05:42 PM May 30, 2022Updated: 05:42 PM May 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাত্রের মাথায় ঢাক হওয়ায় নাপসন্দ কিংবা শেষ মুহূর্তে পণ নিয়ে বচসায় জড়িয়েছেন হবু শ্বশুরবাড়ির লোকেরা। এমন নানা কারণে বিয়ে ভাঙার খবর উঠে এসেছে শিরোনামে। কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) এবার বিয়ে ভেস্তে যাওয়ার যে কারণটি সামনে এল, তা সত্যিই অবাক করা!

Advertisement

কারণটা তাহলে খোলসে করে বলা যাক। বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফারকে সঙ্গে আনতেই ভুলে গিয়েছেন পাত্র। জীবনের এমন স্পেশ্যাল দিনে কনে সাজে ছবি উঠবে না, এমনটা কি মেনে নেওয়া যায়! মেনে নিতে পারেননি কনেও। তাই এক নিমেষে বিয়েকে ঘ্যাচাং ফু করে দিয়েছেন তিনি! অর্থাৎ, বিয়ে, নতুন সংসার, স্বামীর থেকে তাঁর কাছে যে অনেক বেশি জরুরি ছিল ফটোগ্রাফারের উপস্থিতি, তা এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন কনে।

[আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা পর্ষদের]

জানা গিয়েছে, গত রবিবার কানপুর দেহাত জেলার একটি গ্রামে ঘটেছে এমন অবাক করা ঘটনা। মঙ্গলপুর থানার অন্তর্গত এক গ্রামের কৃষক পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ভোগনিপুরের এক যুবকের সঙ্গে। নিজের সঞ্চয়ের প্রায় সবটুকু দিয়ে সুন্দরভাবে ছাদনাতলা সাজিয়ে দিয়েছিলেন কৃষক পিতা। বর এবং বরযাত্রীদের আপ্যায়নের সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। এককথায়, চারহাত এক হওয়া শুধু ছিল সময়ের অপেক্ষা। কিন্তু ছাদনাতলায় বর-কনে হাজির হওয়ার পরও হল মালাবদল, উচ্চারিত হল না বিয়ের মন্ত্র।

যে মুহূর্তে কনে বুঝতে পারলেন, বরপক্ষ সঙ্গে করে কোনও চিত্রগ্রাহক আনেনি, অমনি বেঁকে বসলেন তিনি। মালাবদলের মতো জীবনের অতি স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি হবে না, তা একেবারেই মেনে নিতে পারেননি কনে। ব্যস, তখনই বিয়ে বাতিল! ছাদনাতলা থেকে বেরিয়ে সোজা প্রতিবেশীর বাড়ি চলে যান তিনি। প্রত্যেকে তাঁকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। যুবতীর যুক্তি, “যে নিজের বিয়েটাকেই বিশেষ গুরুত্ব দেয় না, সে ভবিষ্যতে কীভাবে আমার খেয়াল রাখবে!” ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। কিন্তু দুই পক্ষ সমঝোতা করে ব্যাপারটা মিটিয়ে নেয়। ঠিক হয়, বরপক্ষকে খরচের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। বরপক্ষও মিটিয়ে দেবে পাওনাগণ্ডা। তবে একটি ফটোগ্রাফারের জন্য যে বিয়ে ভাঙতে পারে, তা যেন এখনও বিশ্বাসই করতে পারছেন না অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, কোন দিকে এগোচ্ছে যুবপ্রজন্ম? উত্তর অধরা।

[আরও পড়ুন: ‘রথযাত্রায় হামলাকারীরা জেলে জগন্নাথ জগন্নাথ বলছে’, গুজরাটে মন্তব্য অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার