shono
Advertisement

Breaking News

নদীতে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয় বিহারে, ভাইরাল ভিডিও!

ভিডিওটি দেখে শিউরে উঠছেন সকলে।
Posted: 07:39 PM Jun 04, 2023Updated: 08:39 PM Jun 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar)বিপর্যয়। ভাগলপুরে হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি সেতু (Bridge Collapsed)। এখনও অবশ্য় হতাহতের খবর মেলেনি। তবে সেতুর পিলার ভেঙে দুর্ঘটনার ভিডিওটি ভাইরাল (Viral Video)। তা দেখেই শিউরে উঠছেন সকলে। 

Advertisement

জানা যাচ্ছে, রবিবার বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটে।  ভাগলপুরে আগুইয়ানি-সুলতানগঞ্জ সংযোগকারী নির্মীয়মাণ সেতুটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে, কয়েক সেকেন্ড পর গোটা সেতুটিই ভেঙে গঙ্গায় তলিয়ে যায়। নির্মীয়মাণ সেতুর তিনটি পিলার ভেঙে এত বড় বিপর্যয় ঘটে গেল বলে মনে করা হচ্ছে। সেতু ভেঙে পড়ার সময় গঙ্গার পাড়ে মানুষজন ছিলেন। তাঁরাই বিপর্যয়ের মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন। আর সেই ভিডিও ভাইরাল। 

[আরও পড়ুন: ‘ধর্মযুদ্ধ চালাতে পারছি না’, জ্ঞানবাপী মামলা থেকে সরলেন হিন্দু আবেদনকারী]

যদিও এবারই প্রথম নয়, এর আগেও নির্মীয়মাণ এই সেতুটি ভেঙে পড়েছিল গত বছর। পুনরায় কাজ শুরুর পর আজকের বিপর্যয়। আগুইয়ানি থেকে সুলতানগঞ্জ যোগাযোগকারী এই সেতু নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প। কিন্তু তাতেই বারবার এমন দুর্ঘটনা। যদিও হতাহতের খবর নেই এখনও। সদ্যই বড়সড় রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ওড়িশায় তিনটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহত হাজার ছুঁইছুঁই। সেই ক্ষত এখনও টাটকা। তারই মাঝে বিহারে সেতু বিপর্যয় আতঙ্ক আরও বাড়াল। 

[আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় মৃত কাকদ্বীপের যুবকের পরিবারের সঙ্গে সাক্ষাতে ‘বাধা’, বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা]

দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন এমনটা ঘটল, তা জানতে তিনি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement