সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মাস দেড়েকের মাথায় আত্মহত্যা করেছেন স্ত্রী। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তারি এড়াতে মাকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েও যান তিনি। পৌঁছে গিয়েছিলেন প্রায় হাজার কিলোমিটার দূরে নাগপুরে। পরে সেখানকারই একটি হোটেলে আত্মঘাতী হলেন বেঙ্গালুরুর সেই যুবক।
মৃতের নাম সুরজ শিবন্না (৩৫)। তিনি বিদ্যারানিয়াপুরার বাসিন্দা। গত শনিবার নাগপুরের একটি হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। হোটেলের ওই ঘর থেকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর মাকেও। অনুমান, তিনিও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ জানতে পেরেছে, দেড় মাস আগেই বিয়ে হয়েছিল সুরজের। এর পর গত বৃহস্পতিবারই আত্মহত্যা করেন তাঁর স্ত্রী। স্ত্রীর মৃত্যুর পর তাঁর পরিবারের লোকেরা সুরজ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে। অভিযোগ, পণ চেয়ে অত্যাচার করা হত বধূর উপর। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই মাকে নিয়ে পালিয়ে যান সুরজ। নাগপুরে গিয়ে তাঁরাও আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, সুরজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পরিবারের বয়ান সংগ্রহ করা হচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
