shono
Advertisement

Breaking News

Amit Shah

আগামী লোকসভা ভোটে কে জিতবে? ভবিষ্যদ্বাণী করে শাহের কটাক্ষ, 'রাহুলকে বোঝানোর সাধ্য আমার নেই'

কেন হঠাৎ এমন দাবি অমিত শাহের?
Published By: Amit Kumar DasPosted: 09:09 PM Dec 28, 2025Updated: 09:09 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর নির্বাচনে শরিক সৌজন্যে ক্ষমতায় আসার পর ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আহবেদাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ২০২৯-এর নির্বাচনে ফের জয়ী হতে চলেছে বিজেপি। একইসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে শাহের উক্তি, 'রাহুলকে বোঝানোর সাধ্য সত্যিই আমার নেই।'

Advertisement

রবিবার গুজরাটের ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ''যদি কোনও রাজনৈতিক দল জনগণের চাওয়া-পাওয়া সবকিছুরই বিরোধীরা করতে থাকে, তবে এটা নিশ্চিত যে তারা মানুষের ভোট পাবে না। এই সহজ যুক্তিটা বোঝা রাহুলের ক্ষমতার বাইরে।" শাহ আরও বলেন, "সম্প্রতি লোকসভায় আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আমায় এক অদ্ভুত প্রশ্ন করেছিলেন তিনি জানতে চান, তাঁর দলই কেন প্রতিবার নির্বাচনে হেরে যায়। রাহুল বাবা আপনি যদি আমার এই মন্তব্য বুঝতে পারেন তবে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।"

কটাক্ষের সুরে তিনি আরও বলেন, "পরাজয়ের জন্য একেবারে হতাশ হওয়া উচিত নয় রাহুল গান্ধীর। কারণ আসন্ন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস হারতে চলেছে। শুধু তাই নয়, ২০২৯-এর লোকসভা নির্বাচনে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। আমাদের সাফল্যের কারণ হল মানুষ আমাদের নীতির সাথে যুক্ত। কংগ্রেস রাম মন্দির, সন্ত্রাসীদের উপর সার্জিক্যাল স্ট্রাইক, ৩৭০ ধারা বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি, তিন তালাক বিরোধী আইন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার আমাদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। এবার বলুন জনগণের পছন্দের বিরোধিতা করলে তুমি কীভাবে ভোট পাবে? কিন্তু আমি রাহুল বাবাকে এই সহজ যুক্তি ব্যাখ্যা করতে পারব না, কারণ কংগ্রেসের লোকেরাই এই কাজে ব্যর্থ। রাহুলকে বোঝানোর সাধ্য সত্যিই আমার নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪-এর নির্বাচনে শরিক সৌজন্যে ক্ষমতায় আসার পর ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
  • আহবেদাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ২০২৯-এর নির্বাচনে ফের জয়ী হতে চলেছে বিজেপি।
  • কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ব্যঙ্গ করে শাহের উক্তি, 'রাহুলকে বোঝানোর সাধ্য সত্যিই আমার নেই।'
Advertisement