সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের বরেলিতে হিংসাত্মক উত্তেজনা ছড়িয়েছিল। সেই উত্তেজনাই কি এবার বরেলির একটি ক্যাফেতে আছড়ে পড়ল? বজরং দলের বেশ কিছু সদস্য ওই ক্যাফেতে ঢুকে হুলস্থুল বাধান। সেখানে উপস্থিত দুই মুসলিম যুবকের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ আনেন বেধড়ক মারধর করেন তাঁরা! ক্যাফেতে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দুই মুসলিম যুবককে আটক করা হয়েছে।
শনিবার সন্ধেবেলা এই ঘটনা ঘটেছে। এক নার্সিং পড়ুয়া তরুণী বরেলির ওই ক্যাফেতে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে ন'জন বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তাঁদের মধ্যে দু'জন মুসলিম যুবক। আচমকাই সেখানে হাজির হন বজরং দলের বেশ কয়েক জন সদস্য। অভিযোগ, চিৎকার করে স্লোগান দিতে দিতে মুসলিম যুবকদের মারধর করতে থাকেন তাঁরা। লাভ জেহাদের অভিযোগ আনেন বজরং দলের সদস্যরা।
যদিও তরুণী বারবার বলতে থাকেন, এটা জন্মদিনের পার্টি, এখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না। আরও বলেন, ওই যুবকদের সঙ্গে তিনি পড়াশোনা করেন, বন্ধুদের ধর্ম নিয়ে কেন কথা হবে। যদিও হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তরুণীর কথায় কান দেননি। তাঁরা মারধর করতে থাকেন দুই মুসলিম যুবককে। এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বজরং দলের সদস্যদের পুলিশ আশ্বস্ত করে, লাভ জেহাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি অভিযুক্ত দুই মুসলিম যুবক এবং ক্যাফের দুই কর্মীকে আটক করে পুলিশ। এছাড়াও তরুণী-সহ জন্মদিনের পার্টিতে আসা অন্য পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠিয়ে তাঁদের হাতে পড়ুয়াদের তুলে দেওয়া হয়। স্থানীয় পুলিশ আধিকারিক আশুতোষ শিবম বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিক। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।" যদিও মারধর করা হিন্দু সংগঠনের যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
