shono
Advertisement

Breaking News

এই হোটেলে রাত কাটানো বিভীষিকার সমান!

কিন্তু সেই হোটেলে এমন কী আছে? কোথায় বা অবস্থিত এই সরাইখানা? The post এই হোটেলে রাত কাটানো বিভীষিকার সমান! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:12 AM Jul 28, 2016Updated: 06:44 PM Jul 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই হোটেলে আজ অবধি কেউ একা থাকতে পারেন নি৷ একাধিকবার বদল হয়েছে হোটেলের মালিকানাও৷ কিন্তু কেউই সেই হোটেলে বেশিদিন টিকতে পারেননি৷ অনেক সময় রাতে হোটেলের জানালা থেকেও ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছেন বহু ব্যক্তি৷

Advertisement

কিন্তু সেই হোটেলে এমন কী আছে? কোথায় বা অবস্থিত এই সরাইখানা?

ইংল্যান্ডের গ্লসটারশায়ারের এনসিয়েন্ট রাম ইন বহু প্রাচীন একটি হোটেল৷ শোনা যায় এই হোটেলটি তৈরি হয়েছিল একটি গোরস্থানের উপরে৷ আর পরবর্তী সময়ে হোটেলটির রক্ষণাবেক্ষণের সময়ও হোটেলটি থেকে উদ্ধার হয়েছিল হাড় ও কঙ্কাল৷ কিন্তু ঠিক কোন কারণে এই হোটেলে ভৌতিক কাণ্ডকারখানা চলতে থাকে তা কিন্তু আজ অবধি কেউ জানতে পারেননি৷ বহু ভূত বিশেষজ্ঞরা একাধিকবার এই হোটেলে রাত কাটিয়েছেন৷ কিন্তু বিশেষ কোনও ভৌতিক ব্যাপার লক্ষ্য করেননি৷ কিন্তু তাঁরাও শেষমেশ ওই হোটেলে অশরীরীর অস্তিত্ব বিশ্বাস করে নিয়েছিল যখন হোটেলের মালিককে হোটেলের একটি ঘর থেকে টেনে বের করে নিয়ে যায় কোনও এক অদৃশ্য শক্তি৷ তাঁকে বাঁচাতে যাওয়ার সাহস পর্যন্ত কারও ছিল না৷

The post এই হোটেলে রাত কাটানো বিভীষিকার সমান! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement