সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপাট গিয়েছে ইংরেজদের, তবু বর্ণবিদ্বেষমূলক আচরণ এখনও বন্ধ করতে পারেনি ব্রিটিশরা। ভারতীয়দের এখনও ঘৃণার চোখেই দেখে ব্রিটেনবাসীর একাংশ। নাহলে তিন বছরের বাচ্চাকে কাঁদতে দেখে কখনও ‘ইউ ব্লাডি…, স্টপ ক্রাইং’ বলে ধমক দিতে পারত ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীরা। বর্ণবিদ্বেষ না থাকলে বাচ্চার কান্নার অপরাধে মা-বাবা-সহ অন্য ভারতীয়দের বিমান থেকে নামিয়ে দিতেও পারত না ইংরেজ সংস্থাটি। কিন্তু এমনটাই ঘটেছে এক ভারতীয় পরিবারের সঙ্গে।
[বাড়ির দরজায় যুবকের হস্তমৈথুন, নিষেধ না মানায় কী করলেন বৃদ্ধা?]
সরকারের এক উচ্চপদস্থ আমলা অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন তিন বছরের বাচ্চার কান্নার অপরাধে তাদের উড়ান থেকে নামিয়ে দিয়েছে ব্রিটিশ বিমান সংস্থা। মূল ঘটনাটি গত ২৩ জুলাইয়ের। লন্ডন থেকে বার্লিন যাওয়ার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে ওঠে ওই ভারতীয় পরিবার। সিট-বেল্ট বাধার সময় তাদের ৩ বছরের শিশুটি অস্বস্তি বোধ করে এবং কেঁদে ফেলে। দ্রুত ওই আমলার স্ত্রী বাচ্চাটির কান্না থামানোর চেষ্টাও করেছিল। বাচ্চাটির কান্না প্রায় থামিয়ে ফেলেছিলেন তাঁর মা। এমন সময় বিমানের এক কর্মী এসে বাচ্চাটিকে কান্না থামানোর জন্য বকাবকি শুরু করে। তাতে ভয় পেয়ে আরও জোরে কাঁদতে শুরু করে শিশুটি।
[খারাপ আবহাওয়ার জের, মানস সরোবরের পথে নেপালে আটকে বহু যাত্রী]
ওই আমলার অভিযোগ এরপরই বাচ্চাটির কান্নার অপরাধে তাঁর মা-বাবাকে বিমান থেকে নেমে যেতে বলে বিমানসংস্থা। উড়ান বন্ধ করে তাদের নামিয়ে দেওয়া হয়। এমনকি পিছনের সিট থেকে আর এক ভারতীয় পরিবারের এক সদস্য বাচ্চাটির কান্না থামানোর জন্য তাঁকে বিস্কুট দিতে চেয়েছিল। সেই পরিবারটিকেও বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বিমান থেকে। প্রায় ২ পাতার চিঠি লিখে ওই সরকারি আমলা পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সচিব-স্তরে এ নিয়ে যোগাযোগ করেছেন সুরেশ প্রভু। ব্রিটিশ বিমানসংস্থা জানিয়েছে, এই ধরনের অভিযোগ এলে তাঁরা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে বিমানসংস্থা।
The post বিমানে কান্না ৩ বছরের শিশুর, ভারতীয় পরিবারকে নামিয়ে দিল ব্রিটিশ এয়ারওয়েজ appeared first on Sangbad Pratidin.