shono
Advertisement

দাদার অনুপস্থিতিতে অসহায়! অনুব্রতর ভাইকে মার দুষ্কৃতীদের, ‘অসহযোগিতা’ পুলিশের

পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কেষ্টর ভাই।
Posted: 11:12 AM Oct 27, 2023Updated: 12:03 PM Oct 27, 2023

দেব গোস্বামী, বোলপুর: বোলপুরে আক্রান্ত অনুব্রত মণ্ডলের ভাই। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বোলপুরে।

Advertisement

জানা গিয়েছে, আক্রান্তের নাম সুমিত মণ্ডল। তিনি অনুব্রত মণ্ডলের তুতো ভাই। পেশায় প্রাথমিক শিক্ষক। অভিযোগ, অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জন ছিল বৃহস্পতিবার। সেই সময় সুমিতকে মারধর করে এলাকার দুই যুবক। কার্যত রক্তারক্তি কাণ্ড হয়। সেই অবস্থায় বোলপুর থানায় যান সুমিত। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ৷

[আরও পড়ুন: ‘খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণ এখনও জ্যোতিপ্রিয়র হাতেই’, ইডি তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু]

আক্রান্ত সুমিতের দাবি, অনুব্রত মণ্ডলের ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে। তিনি বলেন, “বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমার দাদা তিহারে বন্দি তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি৷ এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি।” থানার বাইরে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পরে থাকতে দেখা যায় অনুব্রত মণ্ডলের ভাইকে।

[আরও পড়ুন: হাতে রইল পেনসিল, একে একে রাজ্যপালের দুর্গারত্ন পুরস্কার ফেরাল ৪ পুজো কমিটিই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার