সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার মানুষ তাঁর 'সামার অফ ৬৯' গানে ভক্ত। এই তিলোত্তমা তাঁকে ভালোবাসে একেবারে 'স্ট্রেট ফ্রম দ্য হার্ট', তাই তো সেই ভালোবাসার টানেই ব্রায়ান যেন বলে ফেললেন 'হিয়ার আই অ্যাম'। হ্যাঁ, কলকাতায় আসছেন জনপ্রিয় রকতারকা ব্রায়ান অ্যাডামস। যাঁর গানের ভক্ত গোটা বিশ্ব, গোটা দেশ, সেই গায়কই এবার প্রথমবার পা রাখবেন সিটি অফ জয়-এ। এর আগে ভারতে পাঁচ বার এলেও, কলকাতায় তাঁর আসা হয়নি। হয়তো এবারটিও হত না। কারণ 'ব্রায়ান অ্যাডামস ইন্ডিয়া ট্যু'র ঘোষণা হওয়ার পর জানা গিয়েছিল, তিনি আসছেন ভারতের 'রক ক্যাপিটল' শিলংয়ে। কলকাতার ব্রায়ান অনুরাগীরা এই খবর পেতেই প্ল্যান করে ফেলেছিলেন শিলংয়ে যাওয়ার। তবে আপাতত, তাঁরা সেই প্ল্য়ান বাতিল করতেই পারেন। কেননা, এই শহরেই এবার শোনা যাবে তাঁর কণ্ঠে 'সো হ্যাপি ইট হার্টস'। হ্যাঁ, এটাই তাঁর কনসার্টের নাম।
[আরও পড়ুন: বড়পর্দায় ফের অঞ্জন-অপর্ণা জুটি, পরমব্রত পরিচালিত ছবির নামে কালজয়ী গানের স্মৃতি]
বিশ্বখ্যাত পপ এবং রক তারকা ব্রায়ানের এই কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানান, ''মহেশ ভূপতির সহায়তায় আমরা কলকাতায় ব্রায়ানের শো-টা করতে পারছি। প্রথমে তো ঠিক ছিল না। তবে টানা ১০ দিন ধরে নানা আলোচনার পর কলকাতায় শো করতে রাজি হয়েছেন। এটা সত্য়িই কলকাতার মানুষের কাছে বড় প্রাপ্তি। ''
রাজদীপ জানিয়েছেন, ''৮ ডিসেম্বর, অ্যাকুয়াটিকায় অনুষ্ঠিত হবে ব্রায়ানের শো। টিকিটের দাম শুরু ১,৯৬৯ । গায়কের 'সামার ৬৯' গান থেকে অনুপ্রাণিত হয়েই এরকম দাম রাখা হয়েছে। টিকিটের দাম যেতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। জোম্যাটো লাইভ থেকে ক্রয় করা যাবে টিকিট। আগামীকাল থেকেই টিকিট বিক্রি শুরু। ''
ব্রায়ান অ্যাডমাসের এদেশে সঙ্গীতসফর কলকাতা থেকে শুরু হয়ে চলবে গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। ব্রায়ান তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, ''আমি ফের ভারতে আসছি। খুব উত্তেজিত। আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’’
[আরও পড়ুন: ‘বিপ্লবকে কলঙ্কিত করবেন না…’ আর্জি বাঁধনের, বাংলাদেশ নিয়ে কী লিখলেন শাকিব খান?]