shono
Advertisement

Breaking News

সফল হল না পুশব্যাক, ৩১ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিল বিএসএফ

ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে ফেরানো হল ৩১ জনকে৷ The post সফল হল না পুশব্যাক, ৩১ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিল বিএসএফ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Jan 22, 2019Updated: 10:10 PM Jan 22, 2019

সুকুমার সরকার, ঢাকা: চেষ্টা চালিয়েও মিলল না সফলতা৷ অবশেষ ৩১ জন রোহিঙ্গাকে সেই ভারতেই ফিরিয়ে নিতে বাধ্য হলেন বিএসএফ জওয়ানরা৷ বিগত চারদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছিল তারা৷ কিন্তু মঙ্গলবার সকালে ওই ৩১ জনকে আবারও ভারতে ফিরিয়ে নিল বিএসএফ৷

Advertisement

[প্রয়াত বাংলাদেশের বিখ্যাত গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ]

এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২০২৯ নম্বর পিলারের শূন্যরেখা থেকে তাদের ফিরিয়ে নেয় সীমান্তরক্ষী বাহিনী৷ রোহিঙ্গা দলটিতে রয়েছে আট জন পুরুষ, ছয় জন নারী ও ১৭ জন শিশু৷ সূত্রের খবর, তাবু খাটিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছে বিএসএফ৷ জারি রয়েছে নজরদারি৷

[রোহিঙ্গাদের কথা শুনলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা]

বাংলাদেশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, গত ১৮ জানুয়ারি পুশব্যাকের মাধ্যমে ওই ৩১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ৷ কিন্তু সেই চেষ্টা রুখে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি৷ এরপর দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থার করছিল ওই ৩১ জন রোহিঙ্গা৷ তাঁদের বাংলাদেশে ফেরানোর জন্য একাধিকবার বিজিবি-র সঙ্গে বৈঠকও করে বিএসএফ৷ কিন্তু কোনও ফল মেলে না৷ ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়ে রোহিঙ্গা দলটির শিশুরা৷ ফলে মঙ্গলবার তাদের আবারও ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ৷

The post সফল হল না পুশব্যাক, ৩১ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিল বিএসএফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement