shono
Advertisement

Breaking News

বিএসএফে সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ, আবেদন করবেন নাকি?

আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 04:59 PM Mar 08, 2023Updated: 04:59 PM Mar 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশসেবায় নিয়োজিত হতে চান? সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) এবং ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স)
শূন্যপদ: ১৮
আবেদনকারীর যোগ্যতা:
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ:
আবেদনকারীর যোগ্যতা:
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ইন্সপেক্টর (আর্কিটেক্ট)
শূন্যপদ:
আবেদনকারীর যোগ্যতা:

  • আর্কিটেকচারে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই আর্কিটেকচার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

শারীরিক মাপজোক:
পুরুষ
লম্বা – ১৬৫ সেমি (আদিবাসী, পাহাড়ি, উপজাতি হলে ১৬০ সেমি)।
বুকের ছাতি (ফুলিয়ে) – ৮১ সেমি।
বুকের ছাতি (না ফুলিয়ে) – ৭৬ সেমি।

মহিলা
লম্বা – ১৫৭ সেমি।

উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৩৫ হাজার ৪০০ টাকা -১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা।
ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৪৪ হাজার ৯০০ টাকা – ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা।

আবেদনের পদ্ধতি:
https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
তবে তফসিলি জাতি, উপজাতি, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের আবেদনের কোনও ফি লাগবে না।

[আরও পড়ুন: দেশের সেবায় ভারতীয় সেনার ‘অগ্নিবীর’ হতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement