সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশসেবায় নিয়োজিত হতে চান? সেনাবাহিনীতে যোগদানের চেষ্টা করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) এবং ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স)
শূন্যপদ: ১৮
আবেদনকারীর যোগ্যতা:
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ: ৪
আবেদনকারীর যোগ্যতা:
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
ইন্সপেক্টর (আর্কিটেক্ট)
শূন্যপদ: ১
আবেদনকারীর যোগ্যতা:
- আর্কিটেকচারে ডিগ্রি কোর্স পাশ হতে হবে।
- আবেদনকারীর অবশ্যই আর্কিটেকচার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
শারীরিক মাপজোক:
পুরুষ
লম্বা – ১৬৫ সেমি (আদিবাসী, পাহাড়ি, উপজাতি হলে ১৬০ সেমি)।
বুকের ছাতি (ফুলিয়ে) – ৮১ সেমি।
বুকের ছাতি (না ফুলিয়ে) – ৭৬ সেমি।
মহিলা
লম্বা – ১৫৭ সেমি।
উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
সাব ইন্সপেক্টর (ওয়ার্ক্স), জুনিয়র ইঞ্জিনিয়ার/সাব ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৩৫ হাজার ৪০০ টাকা -১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা।
ইন্সপেক্টর (আর্কিটেক্ট) পদে কর্মপ্রার্থীরা পাবেন ৪৪ হাজার ৯০০ টাকা – ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা।
আবেদনের পদ্ধতি:
https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ১৪ মার্চের মধ্যে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
তবে তফসিলি জাতি, উপজাতি, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের আবেদনের কোনও ফি লাগবে না।