shono
Advertisement

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

যে সেনারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দেশ প্রহরা দিচ্ছেন, তাঁদের খাবার-দাবারের দশা দেখে দিকে দিকে উঠেছে সমালোচনার ঢেউ৷ The post সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jan 10, 2017Updated: 10:01 AM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ফেসবুক ভিডিও যেন নাড়িয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে৷ যাঁরাই সে ভিডিও দেখছেন শিউরে উঠছেন৷ যে সেনারা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে দেশ প্রহরা দিচ্ছেন, তাঁদের খাবার-দাবারের দশা দেখে দিকে দিকে উঠেছে সমালোচনার ঢেউ৷ আর এরপরই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

Advertisement

(উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের)

নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন বিএসফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ দেশবাসীর চোখে আঙুল দিয়ে তিনি যেন দেখিয়ে দেন, কোন দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের জীবনধারণ করতে হয়৷ প্রাকৃতিক বিপর্যয় বা শত্রুশিবিরের আক্রমণ তো আছেই, তবে আরও মারাত্মক ছিল সরষের ভিতর লুকনো ভূত৷ সেনার উপরমহলের দুর্নীতির কারণে দুবেলা পেট ভরে খাবারও জোটে না জওয়ানদের৷ যা খাবার দেওয়া হয় তাও অত্যন্ত নিম্নমানের৷ নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সেনার স্বার্থেই এ কথা সামনে আনেন ওই জওয়ান৷

এ ভিডিও ছড়িয়ে পড়ামাত্র দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়৷ সেনার সমস্ত কৃতিত্বকে এই সরকার নিজের গরিমা হিসেবে প্রকাশ করে বলেই অভিযোগ৷ সেই সরকাররে আমলেই সেনার এমন বেহাল দশায় সমালোচনার ঢেউ ওঠে৷ আর এরপরই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ জানান, তিনি নিজেই সোমবার ভিডিওটি দেখেছেন৷ ওই জওয়ানের আবেদনও শুনেছেন৷ সচিবকে নির্দেশ দিয়েছেন পুরো ঘটনার তদন্তের জন্য৷

দেশের জওয়ানের হয়ে সরব হয়েছেন সেলেব থেকে সাধারণ মানুষও৷ বীরেন্দ্র শেহবাগ থেকে শুরু করে অসংখ্য নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ ব্যাপারে৷

The post সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement