shono
Advertisement

BSF মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে ধৃত কোম্পানি কমান্ডার

চাপড়ায় বিএসএফের সেক্টর হেড কোয়ার্টার থেকে অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 10:39 AM Feb 23, 2023Updated: 10:54 AM Feb 23, 2023

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিএসএফের (BSF) মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার সীমান্তরক্ষা বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার কোম্পানি কমান্ডার। বুধবার রাতে চাপড়ায় বিএসএফের সীমানগর সেক্টর হেড কোয়ার্টার থেকে অভিযুক্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কমান্ডারের নাম কিতাব সিং। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি বর্ডার আউট পোস্টের দায়িত্বে ছিলেন। বাড়ি হরিয়ানার ভিওয়ানিতে। ১৯ ফেব্রুয়ারি ভোরে ওই বর্ডার আউটপোস্টের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে বিএসএফের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এক উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু বিএসএফও।

[আরও পড়ুন: লাগে টাকা দেবে চিন, দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ জিনপিং!]

থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই প্রেক্ষিতেই এই গ্রেপ্তারি। কৃষ্ণনগর থানার পুলিশ বুধবার রাতে হেডকোয়ার্টারে গিয়ে অভিযুক্ত কিতাব সিংকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ থানাতে। বৃহস্পতিবার সকালে পুলিশের একজন পদস্থ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতা মহিলার জিরো এফ আইআরের কপি হাতে আসার পর তদন্ত শুরু করে দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে অভিযুক্ত বিএসএফের ওই ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতিতা বিএসএফের ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি রাতে বিএসএফের অভিযুক্ত ইন্সপেক্টর কিতাব সিং ওই মহিলা কনস্টেবলকে ডেকে বিএসএফ ক্যাম্প চত্বরে নির্জন জায়গায় ধর্ষণ করে। পরদিন নির্যাতিতা কনস্টেবলকে সল্টলেকে বিএসএফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তারি পরীক্ষা পর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করানো হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা নির্যাতিতাকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।

[আরও পড়ুন: ওঝার জড়িবুটিতে ঘা বদলে গেল ক্যানসারে! ২ আক্রান্তের শাপমুক্তি ঘটাল সরকারি হাসপাতাল]

এরপর বিএসএফের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে ওই মহিলা কনস্টেবল ভবানীপুর থানায় গিয়ে ‘জিরো এফআইআর’ দায়ের করেন। পরে সেই এফআইআরের কপি-সহ যাবতীয় নথিপত্র কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার রাতে পুলিশের কাছে গোপন জবানবন্দি দেন তিনি। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই কমান্ডারের এই বছর ফেব্রুয়ারিতে অবসর নেওয়ার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার