সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলজিবিটিকিউ আন্দোলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা (Suchetana Bhattacharya)। লিঙ্গ পরিবর্তন করে ‘সুচেতন’ হতে চান তিনি। সেই লক্ষ্যে পা-ও বাড়িয়েছেন। এলজিবিটিকিউ-এর কর্মশালায় নিজের মনের কথা জানালেন বুদ্ধকন্যা। তাঁর বিশ্বাস, বাবা এই সিদ্ধান্তকে সমর্থন করবেন।
সম্প্রতি একটি এলজিবিটিকিউ কর্মশালায় যোগ দিয়েছিলেন সুচেতনা ভট্টাচার্য। সেখানে উপস্থিত একজন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন। সেখানেই সুচেতনার ‘সুচেতন’ হয়ে ওঠার কথা বলেন তিনি। তুলে ধরেন সুচেতনার বক্তব্য। সুচেতনার কথায়, “আমার বাবা-মায়ের পরিচয় বড় কথা নয়। আমি এই আন্দোলনের অঙ্গ। ট্রান্সওম্যান হিসেবে আমাকে সামাজিক হেনস্তা হতে হয়েছে। এটা আমি চাই বন্ধ হোক। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে, কীভাবে বাঁচব সে সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আমি নিতে পারি। এর মধ্যে বাবা-মা অথবা পরিবারকে টানবেন না।” সুচেতনা জানান, মানসিকভাবে তিনি নিজেকে পুরুষ বলেই মনে করেন।
[আরও পড়ুন: পতাকা লাগানোকে কেন্দ্র তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র দেগঙ্গা, চলল গুলি-বোমা]
সুচেতনা ওই কর্মশালায় জানিয়েছেন, তাঁর বাবা অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য জানতেন বিষয়টি। ফলে তাঁর ধারণা, বাবার সমর্থন রয়েছে বা থাকবে। ওই কর্মশালায় নিজের অভিজ্ঞতা জানিয়েছেন সুচেতনা। লিখেছেন, “এলজিবিটিকিউ+ মানুষদের নিয়ে অনেক কিছু জানতে পারলাম। যা আমার মতো ট্রান্সম্যানকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন জেলা থেকে আসা মানুষদের সঙ্গে পরিচিত হতে পেরেও খুব ভাল লেগেছে। তথাকথিত ‘মূলস্রোত’সমাজের চোখরাঙানি, উপহাস, ঘৃণা সত্ত্বেও এঁরা যে ভাবে লড়াই করছেন, এগিয়ে চলেছেন, তা আমার কাছে বিশেষ শিক্ষণীয়।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যার এই সিদ্ধান্ত আরও বহু মানুষকে সাহস দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্য মাত্রা পাবে এই আন্দোলন।