সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। ভাবতেও পারেননি বাড়ি ফিরে কোন দৃশ্যের মুখোমুখি হতে হবে! বেঙ্গালুরুর (Bengaluru) ওই দম্পতি বন্ধ বাড়ির ভিতরে ঢুকতেই আবিষ্কার করেন, তাঁদের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি! স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশের সঙ্গে কথা বলার সময় গৃহকর্তা শ্রীধর সুমন্ত জানিয়েছেন, ”কখনও কল্পনাও করিনি আমাদেরই ঘরে কোনও ব্যক্তিকে এভাবে ঝুলে থাকতে দেখব।” বেঙ্গালুরুর ইন্দিরানগরের বাসিন্দা ওই দম্পতি সম্প্রতি আমস্টারডমে গিয়েছিলেন। বাড়ি ফিরে চাবির সাহায্যে তালা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা যাচ্ছে না। এরপর তিনি বাড়ির পিছন দিকে যেতেই দেখেন সেখানকার দরজাটির ছিটকিনি নামানো। কিন্তু তবুও দরজা খোলা যাচ্ছিল না, কেননা তিনি আবিষ্কার করেন সেটি ভিতর থেকে বন্ধ।
[আরও পড়ুন: নির্বাচনে লড়ছেন না সৌরভ, সিএবির নতুন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়]
পরিস্থিতি দেখে তিনি পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভাঙে পুলিশ। দেখা যায় ঠাকুরঘরের দরজাটি বন্ধ রয়েছে ভিতর থেকে। সেই দরজা ভাঙতেই দেখা যায় সেখানে ঝুলছে এক ব্যক্তির মৃতদেহ। সিসিটিভি ফুটেজ থেকে পরিষ্কার হয় ওই ব্যক্তি চুরি করতেই সেখানে ঢুকেছিলেন।
সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, প্রথমে বেডরুম থেকে একটি হুইস্কির বোতল খুঁজে পেয়েছিলেন ওই আগন্তুক। এরপর কিছুটা পান করে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নানও করেন। তারপর ফের কিছুটা পান করেন বোতল থেকে। কিন্তু সন্ধে ঘনাতেই আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যক্তি।
[আরও পড়ুন: SSC কেলেঙ্কারির বিরুদ্ধে আইনি জয়, চাকরিতে যোগদানের সুপারিশপত্র পেলেন প্রিয়াঙ্কা সাউ]
পুলিশ শনাক্ত করেছে মৃত ব্যক্তিকে। জানা গিয়েছে তাঁর নাম নাম দিলীপ কুমার। বয়স ৪৬। ২০১৬ সালে একটি চুরির ঘটনায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। কিন্তু কেন এবার চুরি করতে গিয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তা এখনও জানা যায়নি।