শেখর চন্দ্র, আসানসোল: পুজোর মুখে সাতসকালে কুলটিতে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক সুদের কারবারির। কে বা কারা তাঁকে খুন করল তা স্পষ্ট নয়। খুনের কারণ নিয়েও ধোঁয়াশায় পরিবারের সকলেই। এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার প্রশ্নের মুখে আসানসোলের কুলটির নিরাপত্তা।
আসানসোলের কুলটি থানার চিনাকুড়ির বাসিন্দা শম্ভুনাথ মিশ্র। ব্যবসায়ী হিসাবে এলাকায় যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। অন্যান্য দিনের মতো বুধবার প্রাতঃরাশ সেরে বাড়ি থেকে বেরন তিনি। গন্তব্য স্থানীয় চায়ের দোকান। যাওয়ার পথে রাস্তায় অঘটন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে চিনাকুড়ি ৩ নম্বর মোড়ে পৌঁছয়। তাঁকে লক্ষ্য করে কমপক্ষে ৬ রাউন্ড গুলি চালায়। তিনটি গুলি তাঁর শরীরে লাগে।
[আরও পড়ুন: জমি বিবাদে ঝরল প্রাণ, সিভিক ভলান্টিয়ার দাদার গুলিতে মৃত্যু ভাইয়ের]
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সুযোগ বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। কে বা কারা এই কাজ করল, তা স্পষ্ট নয়। কেনই বা খুন করা হল তাঁকে, তাও খতিয়ে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার কিনারা করা হবে বলেই আশ্বাস পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তবে ওই এলাকায় সিসি ক্যামেরা নেই। তার ফলে তদন্তে কিছুটা সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে।
দেখুন ভিডিও: