shono
Advertisement

বাড়িতে ঢুকে গুলি, স্ত্রীর সামনেই ঝাঁজরা ব্যবসায়ী স্বামী

কেন গুলি চালাল দুষ্কৃতীরা, তা এখনও স্পষ্ট নয়।
Posted: 09:58 AM Dec 09, 2023Updated: 10:14 AM Dec 09, 2023

সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের রাজ্যে শুটআউট। ভরসন্ধ্যায় নদিয়ার তাহেরপুরের বাদকুল্লায় চলল গুলি। স্ত্রীর চোখের সামনে ঝাঁজরা ব্যবসায়ী স্বামী। কেন গুলি চালাল দুষ্কৃতীরা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিহত বছর পঞ্চাশের রাজা ভৌমিক বাদকুল্লার ভাদুরি এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রীর দাবি, শুক্রবার রাত আটটা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে পৌঁছে নাম ধরে ডাকে। ব্যবসায়ীর স্ত্রী ডাক শুনে দরজার সামনে আসেন। এর পরই দুষ্কৃতীরা তাঁর মুখ চেপে ধরে। জোর করে নিয়ে যাওয়া হয় দোতলায়। সেখানেই ছিলেন ব্যবসায়ী রাজা। স্ত্রীর চোখের সামনে ব্যবসায়ীকে গুলি চালানো হয়। গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই বেরিয়ে এসেছে মেয়ে’, সংসদে ফেটে পড়লেন সাংসদ]

চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। খবর দেওয়া হয় তাহেরপুর থানায়। ওই ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাদকুল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। ব্যবসায়িক শত্রুতায় খুন নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা এখনও স্পষ্ট নয়। লুটপাটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল কিনা, তাও তদন্তসাপেক্ষ বলেই মনে করছে তাহেরপুর থানার পুলিশ।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: লাইনচ্যুত মালগাড়ি, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ব্যাহত রেল চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার