রাজা দাস, বালুরঘাট: ব্রিটিশ আমলের মুদ্রার বিনিময়ে দেড় কোটির প্রলোভন। ফাঁদে পা দিয়ে ৫৪ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী। স্বাভাবিকভাবেই ঘুম উড়েছে ওই সীমান্তবর্তী এলাকার ওই ব্যক্তির। ইতিমধ্যেই বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম শংকর চক্রবর্তী। ফুটপাতে ডালপুরি বিক্রি করেন তিনি। ওই ব্যবসায়ীর কাছে ব্রিটিশ আমলের বেশকিছু মুদ্রা রয়েছে। বিভিন্ন সময় সোশাল মিডিয়ায় তিনি দেখেন ওই মুদ্রা বিক্রি করলে মোটা টাকা পাওয়া যায়। কীভাবে সেই মুদ্রা বিক্রি করা যায় তা নিয়ে একাধিক ভিডিও দেখেন। সেখানেই একটি মোবাইল নম্বর পান। সেই নম্বরে যোগাযোগ করেন শংকর। অপরপ্রান্ত থেকে জানানো হয়, ওই মুদ্রার জন্য তাঁকে দেড় কোটি টাকা দেওয়া হবে। তবে তার আগে জিএসটি-সহ বিভিন্ন ট্যাক্স প্রদান করতে হবে।
[আরও পড়ুন: রচনার ‘দিদি নম্বর ১’-এ বাংলার দিদি মমতা! প্রথমবার রিয়ালিটি শোয়ে মুখ্যমন্ত্রী?]
ওই ব্যবসায়ী জানান, প্রথমে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। এর পর নানা অজুহাতে মোট ৫৪ হাজার টাকা নেওয়া হয়েছে। ফের তাঁর কাছে ৩০ হাজার টাকা চাওয়া হয়। এর পরই ওই ব্যক্তি প্রতারিত হচ্ছেন বলে বুঝতে পারেন। তিনি দাবিমত আর কোনও টাকা দিতে রাজি হননি। এর পর অপরপ্রান্ত থেকে প্রতারকরা ফোন করে তাঁকে ভয় দেখাতে শুরু করেন। উপায় না পেয়ে এদিন বালুরঘাট সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হন শংকর চক্রবর্তী।