সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে অশান্তির খবর পেয়েছেন বারবার সেখানে যেতে দেখা গিয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। সোমবার সকালে ক্যানিং, বাসন্তী, ভাঙড় পরিদর্শন করেন তিনি। সেখান থেকে ফেরার পথে ভাঙড়ের পাগলাহাট বাজারে ঢুকলেন রাজ্যপাল। দর করলেন সবজির। কিনেছেন বলেও খবর।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কমবেশি অশান্তির খবর প্রকাশ্যে আসছে। একাধিক প্রাণহানি হয়েছে। এর আগেও একবার অশান্ত ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রবিবার ফের দক্ষিণ ২৪ পরগনা যান তিনি। ক্যানিং, বাসন্তী, ভাঙড় পরিদর্শন করেন। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। সেখান থেকে কলকাতা ফেরার পথে ভাঙড়ের পাগলাহাট বাজারে ঢোকেন তিনি। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। এক বিক্রেতার কাছে জানতে চান লঙ্কার দাম। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর তাঁদের একটি নম্বর দেন রাজ্যপাল। সমস্যা হলে সেখানে জানানোর কথা বলেন।
[আরও পড়ুন: ‘গুলি চালিয়েছেন বিধায়ক’, দাবি গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর, ৪ জনের বিরুদ্ধে FIR আহতের মায়ের]
জানা গিয়েছে, এদিন ভাঙড় বাজার থেকে সবজি কিনেছেন রাজ্যপাল, নিয়ে গিয়েছেন রাজভবনে। সূত্রের খবর, ভাঙড় বাজারের পর টেরিটি বাজারে যান রাজ্যপাল। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে অগ্নিমূল্য সবজি। বাজারে গেলেই যেন ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে। অনেকেরই ধারণা এর কারণ ভোট।