shono
Advertisement
Bagtui

বিজেপিতে মোহভঙ্গ মিহিলালের! বগটুই কাণ্ডের তিন বছরে তৃণমূলের মঞ্চে এসে চাইলেন ক্ষমা

ক্ষমাপ্রার্থনার পর আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে চা চক্রে আমন্ত্রণ করলেন মিহিলাল।
Published By: Sucheta SenguptaPosted: 07:29 PM Mar 21, 2025Updated: 09:54 PM Mar 21, 2025

নন্দন দত্ত, সিউড়ি: তিন বছরে আগেকার বোমাবাজি, অগ্নিকাণ্ডের জেরে একে একে ১০ জনের প্রাণহানির ঘটনার ঘা এখনও দগদগে। ২০২২ সালে বীরভূমের বগটুই গ্রামের ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। তার জেরে স্বজনহারা পরিবারের সদস্যরা একে একে বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেন। কিন্তু সেসব পথ পেরিয়ে তিন বছর পর বিজেপিতে মোহভঙ্গ হল স্বজনহারা মিহিলাল শেখের। বগটুই কাণ্ডের তৃতীয় বর্ষে তৃণমূলের তৈরি শহিদ স্মরণ মঞ্চে গিয়ে হাত জোড় করে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন মিহিলাল শেখ। তারপর তাঁকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে যান এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়। এতে রাজনৈতিক মহলের একাংশের মত, বগটুইতে নতুন সমীকরণ শুরু হল।

Advertisement

বগটুইয়ের শহিদ স্মরণে বেদিতে মাল্যদান করলেন মন্ত্রী-বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

২০২২ সালের মার্চে রামপুরহাটের বড়শুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখের উপর বোমা হামলা চলে, মৃত্যু হয় তাঁর। এর বদলায় বগটুই গ্রামে কয়েকজনকে ঘরবন্দি করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে শিশু, মহিলা-সহ ৭ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। পরে হাসপাতালে প্রাণ হারান আরও তিনজনের। ১০ জনের মৃত্যুতে একবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে বগটুই গ্রাম। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরোধিতা করে স্বজনহারা পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন। তেইশের পঞ্চায়েত ভোটে মিহিলালের আত্মীয়া সীমা খাতুন বিজেপির প্রার্থীও হন। কিন্তু জিততে পারেননি।

বগটুই অগ্নিকাণ্ডের প্রথম বর্ষপূর্তিতে একই জায়গায় রাস্তার এদিক-ওদিকে শহিদ বেদি তৈরি করে বিজেপি ও তৃণমূল। শুভেন্দু অধিকারী এই বেদি তৈরি করলেও আজ পর্যন্ত একদিনও গেরুয়া শিবিরের কেউ মালা দিয়ে শ্রদ্ধা জানাননি বলে অভিযোগ স্থানীয়দের। আজ, শুক্রবার তৃতীয় বর্ষে শহিদ স্মরণ সভা আয়োজন করে তৃণমূলের তৈরি মঞ্চ। সেখানে গিয়ে বেদিতে মাল্যদান করেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চেই দেখা গেল মিহিলাল শেখকে। হাত জোড় করে ক্ষমা চাইলেন। বললেন, ''সেসময় আশিস বন্দ্যোপাধ্যায়কে অনেক কটূ কথা বলেছিলাম। ভুল করেছিলাম। আজ ক্ষমা চাইছি।''

মিহিলালের আরও বক্তব্য, ''শুভেন্দু অধিকারীরা প্রথম বছর আমাদের সঙ্গে ছিল, পাশে থাকার আশ্বাস দিয়েছিল। তারপর থেকে তাঁদের আর দেখা যায়নি। কারণ আমরা জানি না। আমরাও আর বিজেপিতে নেই।'' এরপরই তাঁকে কাছে টেনে নেন আশিসবাবু। বিধায়ককে নিজের বাড়িতে চা চক্রে আমন্ত্রণ জানান তিনি। তবে কি এবার শাসক শিবিরেই থাকবেন মিহিলাল শেখ? প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বগটুই কাণ্ডের তিন বছরেই বিজেপিতে মোহভঙ্গ স্বজনহারা মিহিলাল শেখের!
  • শুক্রবার তৃণমূলের শহিদ বেদিতে হাজির হয়ে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন তিনি।
Advertisement