shono
Advertisement

Breaking News

Calcutta Football League

আজ কলকাতা লিগে লাল-হলুদের প্রতিপক্ষ কালীঘাট, শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

কলকাতা লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল।
Published By: Krishanu MazumderPosted: 09:50 AM Aug 17, 2024Updated: 01:20 PM Aug 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ম্যাচে ভবানীপুরকে হারিয়ে এককভাবে কলকাতা লিগের (Calcutta Football League) গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর সমসংখ্যক ম্যাচ খেলেছিল। দু’দলেরই পয়েন্ট ছিল সমান। সেই নিরিখে বিচার করলে দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ম্যাচ।
জেসিন টিকের একমাত্র গোলে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সেই শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই শনিবার ঘরের মাঠে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মুখোমুখি হচ্ছে লাল-হলুদের রিজার্ভ দল। লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে পেয়েছে ২২ পয়েন্ট। 

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!]


এ বারের কলকাতা লিগে অন্য দুই প্রধান মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং যখন ধাক্কা খাচ্ছে, তখন মসৃণ গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের কেরল ব্রিগেড এ বার অন্য দলগুলির তুলনায় কিছুটা বেশিই তৈরি। কেরলের ফুটবলাররা মাঠে নেমে নিজেদের জাত চেনাচ্ছেন। রিজার্ভ দল থেকে সিনিয়র দলেও সুযোগ পাচ্ছেন। কেরলের ফুটবলারদের দুরন্ত ছন্দ ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারণ। ভবানীপুর লাল-হলুদ ব্রিগেডের কাছে হেরে যাওয়ায়  দ্বিতীয় স্থানে নেমে এসেছে তারা।
এদিকে রবিবারই ডুরান্ড ডার্বি। সমর্থকদের নজরে বাংলা ভাগ হয়ে যাওয়া সেই ম্যাচও। 

[আরও পড়ুন: ‘আমি ইস্টবেঙ্গল কোচ হলে ডার্বিতে খেলিয়ে দিতাম আনোয়ারকে’, বলছেন মনোরঞ্জন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষ ম্যাচে ভবানীপুরকে হারিয়ে এককভাবে কলকাতা লিগের গ্রুপ ‘বি’-এর শীর্ষে উঠে এসেছে ইস্টবেঙ্গল।
  • সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর সমসংখ্যক ম্যাচ খেলেছিল।
  • দু’দলেরই পয়েন্ট ছিল সমান।
Advertisement