স্টাফ রিপোর্টার : ঘরোয়া লিগে (Calcutta Football League) সোমবার মহামেডান খেলতে নামছে এরিয়ানের বিরুদ্ধে। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মহামেডান রয়েছে চতুর্থ স্থানে। সুপার সিক্সে যেতে হলে বাকি তিন ম্যাচে ভালো ফল করতে হবে হাকিম সেগেন্ডোর ছেলেদের। এই মুহূর্তে গ্রুপ এ-তে শীর্ষে রয়েছে ডায়মন্ডহারবার এফসি, দ্বিতীয় স্থানে সুরুচি সংঘ তৃতীয় স্থানে ইউনাইটেড স্পোর্টস তার পরেই রয়েছে মহামেডান (Mohammedan Sporting Club)। গত ম্যাচে কার্ড সমস্যার জন্য বেঞ্চে ছিলেন না ঘরোয়া লিগে সাদা-কালো কোচের দায়িত্বে থাকা হাকিম সেগেন্ডো। এই ম্যাচে তিনি কার্ড সমস্যা কাটিয়ে বেঞ্চে ফিরছেন। চোটের জন্য এই ম্যাচেও নেই অভিজ্ঞ ফুটবলার তন্ময় ঘোষ। এরিয়ানকে নিয়ে বলতে গিয়ে বলেন, “সোমবারের ম্যাচই শুধু নয়, ঘরোয়া লিগে আগামী তিনটে ম্যাচই ডু অর ডাই আমাদের কাছে। এই তিনটে ম্যাচ জিতে সুপার সিক্সে যাওয়াই আমাদের প্রথম চ্যালেঞ্জ। দেখতে গেলে তিনটে ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছি। আশা করছি ছেলেরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। আর আমরা তিনটে ম্যাচই জিতব। তবে আমি ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এরিয়ান নিয়ে এখন শুধু ভাবছি। আগে এই ম্যাচটা জিতি, তারপর দুটো ম্যাচ নিয়ে ভাবনা শুরু করব।”
[আরও পড়ুন: বাংলার হয়ে রনজি খেলেই প্রত্যাবর্তন শামির! অজি সফরে পাখির চোখ তারকা পেসারের]
অন্যদিকে মহামেডানের সিনিয়র দলকে দু’বেলা অনুশীলন করাচ্ছেন আন্দ্রে চেরনিশভ। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান। আইএসএলে প্রথম বছরে ভালো কিছু করতে মরিয়া চেরনিশভ। দলও বেশ ভালো হয়েছে। মহামেডান কোচ আশা করছেন টুর্নামেন্ট শুরুর আগে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তাঁর টিম।