shono
Advertisement
Calcutta Football League

আজ কলকাতা লিগে সবুজ-মেরুনের সামনে রেনবো, ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান

এর পরের ম্যাচটাই ডার্বি।
Published By: Krishanu MazumderPosted: 09:21 AM Jul 06, 2024Updated: 03:34 PM Jul 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে ভবানীপুরের কাছে ১-১ গোলে আটকে যাওয়ার পর শনিবার লিগের (Calcutta Football League) দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। বারাকপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রেনবো এসি। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ফারদিন আলি মোল্লারা।
মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বারবার বলছিলেন, “প্রথম ম্যাচে ভালো খেলতে পারিনি। আশা করছি এই ম্যাচে ভালো কিছু করব। আমরা ওদের খেলা দেখেছি। বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রয়েছে। ঘুরে দাঁড়াবই এই ম্যাচে। ফুটবলাররাও আত্মবিশ্বাসী। মাঝের দু-তিনটে দিন আমরা নিজেদের ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়েছি। আশা করছি এই ম‌্যাচে ভালো ফুটবল উপহার দেবে আমার টিম।” 

Advertisement

[আরও পড়ুন: বিদায় রোনাল্ডো, ইউরো মহাকাব্যে অন্তহীন পর্তুগিজ কিংবদন্তির বীরগাথা]


এই ম্যাচের পরের ম্যাচটই আবার ডার্বি। মোহনবাগান কোচ চাইছেন ডার্বির আগের ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। কারণ, মোহনবাগান কোচ খুব ভালো করেই জানেন, প্রথম ম‌্যাচের পর শনিবারও যদি পয়েন্ট হারাতে হয়, তা হলে ডার্বির আগে দল প্রবল চাপে পড়ে যাবে। শুধু জেতা নয়, রেনবোর বিরুদ্ধে বড় জয় চাইছেন সমর্থকরা। প্রথম ম‌্যাচে টিম যে ফুটবল খেলেছে, সেটা সদস‌্য-সমর্থকদের একেবারেই খুশি করতে পারেনি, সেটা বলে দেওয়ায়ই যায়।
ইতিমধ্যেই দলের সঙ্গে আশিক কুরুনিয়ান, গ্লেন মার্টিন্সের মত সিনিয়র দলের ফুটবলারদের রেজিস্ট্রেশন করানো হয়েছে। তবে তাঁদের শনিবার খেলানো নিয়ে সন্দেহ রয়েছে। দুই ফুটবলারকেই এদিন অনুশীলনে বেশি সময় কাটাতে দেখা গেল ফিজিওর সঙ্গে সময় কাটাতে। গ্লেনকে কিছুক্ষণ বল নিয়ে অনুশীলন করতে দেখা যায়। শনিবারও দীপেন্দু বিশ্বাসকে খেলাতে চাইছেন না কার্ডোজো। শোনা যাচ্ছে, যদি প্রয়োজন হয়, ডার্বিতে খেলানো হতে পারে আশিক আর গ্লেনকে। সেখানে যে কোনও কোচই সেরা টিম নামাতে চাইবেন। তবে সদ্য যোগ দেওয়া আরেক ফুটবলার অভিষেক সূর্যবংশী প্রথম একাদশে থাকতে পারেন। তবে ডার্বির কথা এখনই ফুটবলারদের সামনে তুলে ধরতে চাইছেন না তিনি। শুধু যোগ করছেন, “প্রতি ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। ডার্বির আগে এই ম্যাচ জিততে চাই। তবে এখনই ডার্বি নিয়ে আলোচনা করতে একেবারেই করতে আমি রাজি নই। কারণ, ডার্বির আগে শনিবার একটা ম‌্যাচ রয়েছে আমাদের। আপাতত পরবর্তী ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছি। সেই ম‌্যাচ জেতার পর ডার্বি নিয়ে পরিকল্পনা শুরু করব।”
রেনবোতে রয়েছেন কিংশুক দেবনাথ, এস সাবিথের মতো অভিজ্ঞ ফুটবলার। প্রথম একাদশে নিয়মিত না হলেও রয়েছেন শিল্টন পালের মতো নাম।
ভ্রম সংশোধন : শুক্রবার প্রকাশিত ‘প্র্যাকটিস শুরু আশিকের’ শীর্ষক খবরে আশিক কুরুনিয়নকে মোহনবাগানের পরিবর্তে মহামেডানের ফুটবলার হিসাবে উল্লেখ করা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

[আরও পড়ুন: টাইব্রেকারে ফ্রান্সের কাছে হার পর্তুগালের, শেষ রোনাল্ডোর ইউরো সফর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম ম্যাচে ভবানীপুরের কাছে ১-১ গোলে আটকে যাওয়ার পর শনিবার লিগের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)।
  • বারাকপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রেনবো এসি।
  • এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ফারদিন আলি মোল্লারা।
Advertisement