সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অপহরণের অভিযোগ। আর এই অভিযোগ তুলে আদালতের দরজায় অসহায় বাবা। অভিযোগ, তাঁর ষোড়শী মেয়েকে অপহরণ করে পাচার করা হয়েছে। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অবিলম্বে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সিআইডি দায়িত্ব পালন করতে না পারলে বিকল্প পথ ভাববে হাই কোর্ট।
পূর্ব বর্ধমানের বছর ১৬-র এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে। নাবালিকার বাবার দাবি, গত ১০ ফেব্রুয়ারি থেকে তাঁর নাবালিকা মেয়ে নিখোঁজ। অভিযোগের তীর সুজাপুরের বাসিন্দা অমৃত ঘোষের ছেলে পরিতোষের দিকে। তিনি ওই নাবালিকাকে অপহরণ করেছেন বলে অভিযোগ করছেন মেয়েটির বাবা। এর আগেও একাধিকবার নাবালিকাকে উত্যক্ত করা হত বলেও অভিযোগ। এদিকে ঘটনার পর ছ’মাস কেটে গেলেও নাবালিকার সন্ধান মেলেনি।
[আরও পড়ুন: ওভারহেড তার ছিঁড়ে পড়ল কামরায়, আতঙ্কে লাফ যাত্রীদের, থমকে হাওড়া-বেলুড় শাখার ট্রেন চলাচল]
নাবালিকার বাবার দাবি, এনিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। এফআইআর দায়ের হয়েছে কিন্তু তদন্তে গতি ছিল না। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশের পালটা দাবি, তারা চেষ্টা করেছে। অভিযুক্তের পরিবারের সদস্যদেরও জেরা করা হয়েছে। কিন্তু সন্ধান মেলেনি। বিচারপতি অভিযুক্তের পরিবারের সদস্যদের আদালতে তলব করেন। কিন্তু তাঁরা উপস্থিত হয়ে জানিয়ে দেন, নিখোঁজ হওয়ার পর থেকে পরিতোষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। এর পরেই বিচারপতিসিআইডি তদন্তের নির্দেশে দেন।