shono
Advertisement

Breaking News

মমতাকে সাম্মানিক ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয়

আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে ডিলিট উপাধি। The post মমতাকে সাম্মানিক ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Oct 25, 2017Updated: 12:26 PM Oct 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট প্রদান করবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সেনেট বৈঠকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের ১১ জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া হবে।

Advertisement

শিল্প, সাহিত্য ও সমাজসেবায় অনন্য অবদানের জন্য মমতাকে ডিলিট দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তিনি ডিলিট নিতে সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী বছরের ১১ জানুয়ারির অনুষ্ঠানে মমতা দীক্ষান্ত ভাষণও দেবেন।

[নোট বাতিলের বর্ষপূর্তি, ৯ নভেম্বর কালা দিবস পালনের ডাক মমতার]

বেশ কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছিল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু যাদবপুরের আইনে তেমন কোনও সংস্থান নেই বলে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। মুখ্যমন্ত্রীকে ডিলিট দিতে চাইছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ও। বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে প্রথম সমাবর্তন অনুষ্ঠানেই এই কাজ সেরে ফেলতে চাইছিল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সেটাই সত্যি হল।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে এই সম্মান জানানো নিয়ে একপ্রস্থ আলোচনা হয়। কারণ, বিশ্ববিদ্যালয় যদি তাঁকে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নিলে, তাহলে তা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীরও সম্মতি প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঠিকই করে ফেলে যে মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া হবে। দু’বছর পর ফের সমাবর্তন হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তবে এবার আর শতবার্ষিকী হলে না হয়ে নজরুল মঞ্চে তা হবে বলে ঠিক হয়েছে। ইতিমধ্যে এজন্য নজরুল মঞ্চ বুকিং হয়ে গিয়েছে।

[ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ভিডিও ফাঁসে গ্রেপ্তার গৃহশিক্ষক]

The post মমতাকে সাম্মানিক ডিলিট দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement