সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ আইইএম পাবলিক স্কুলের সল্টলেক ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ২০২৫ সালের পূজা কার্নিভ্যাল। এই উৎসবে শিক্ষার্থী ও তাদের পরিবার এবং শিকক্ষরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। দিনভর ছিল নানা ধরনের নাচ, খেলা এবং প্রতিযোগিতা। অনুষ্ঠানে ছিল অবাধ প্রবেশ।
সাংবাদিক শ্রীমতি বৃন্দা সরকার, শ্রী সৌপ্তিক ঘোষ এবং অন্যান্য সম্মানীয় অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা এই উৎসবে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ডান্স ও ফ্যাশন শো প্রতিযোগিতা। এছাড়া ছিল অভিভাবকদের জন্য শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। ডার্ট, টেইল দ্য ডাঙ্কি, ফিড দ্য জোকার-এর মতো মজার গেম স্টল ছিল। মুখরোচক খাবারের স্টলে ছিল ফুচকা, পিৎজা, কেকসহ খাবারের সমাহার।
