shono
Advertisement
State Bank of India

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির সুযোগ, আবেদন করুন আজই

জেনে নিন খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 05:31 PM Sep 13, 2025Updated: 05:31 PM Sep 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে পুজোর আগেই আপনার জন্য রয়েছে ভালো খবর। ১২২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? আবেদনের ন্যূনতম যোগ্যতা কী? শেষ তারিখই বা কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

মোট শূন্যপদ-১২২

পদ
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)- ৬৩
ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)-৩৪
ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)-২৫

আবেদনের যোগ্যতা

ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)- স্নাতক পাশ হতে হবে। সেই সঙ্গে এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ এমএমএস/ সিএ/ এফএ/ আইসিডব্লুউএ পাশ হতে হবে। পাশাপাশি কর্পোরেট ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)- বি.ই/বি.টেক(আইটি/সিএস/ইলেকট্রনিক্স) অথবা এমসিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে হবে। এমবিএম পাশ হলে ভালো। এছাড়া ডিজিটাল পেমেন্ট বা ফাইনটেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)- বি.ই/বি.টেক(আইটি/সিএস/ইলেকট্রনিক্স) অথবা এমসিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে হবে। এমবিএম পাশ হলে ভালো। এছাড়া ডিজিটাল পেমেন্ট বা ফাইনটেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনকারীর বয়স
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)- বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।

ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)- বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।

ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট-ডিজিটাল প্ল্যাটফর্ম)- বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি- এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। চলে যান-SBI SCO Recruitment 2025 - অপশনে। নিজের মেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রার করুন। যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন। ছবি, সই ও নথি স্ক্যান করে আপলোড করুন। তারপর আবেদন মূল্য জমা দিন।

আবেদনমূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতির জন্য আবেদন মূল্য শূন্য।

নিয়োগের পদ্ধতি- যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। তারপর হবে ব্যক্তিগত ইন্টারভিউ। তার মাধ্যমেই তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট।

আবেদনের শেষ তারিখ- ২ অক্টোবর, ২০২৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
  • সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতির জন্য আবেদন মূল্য শূন্য।
  • যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। তারপর হবে ব্যক্তিগত ইন্টারভিউ। তার মাধ্যমেই তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট।
Advertisement