shono
Advertisement
Railway Apprentice

আপনি মাধ্যমিক পাশ? মিলতে পারে রেলে অ্যাপ্রেন্টিসের সুযোগ, রইল খুঁটিনাটি

আবেদন ফি কত?
Published By: Tiyasha SarkarPosted: 02:37 PM Sep 03, 2025Updated: 02:37 PM Sep 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে অ্যাপ্রেন্টিসের পরিকল্পনা? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আড়াই হাজারের বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিসের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল। কীভাবে আবেদন করবেন? শুরু কবে? শেষ তারিখই বা কবে? খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই।

Advertisement

মোট শূন্যপদ- ২৮৬৫ (ওয়েস্ট-সেন্ট্রাল রেল)

কোন ডিভিশনে কত শূন্যপদ
জব্বলপুর- ১১৩৬
ভোপাল-৫৫৮
কোটা-৮৬৫
CRWS ভোপাল- ১৩৬
WRS কোটা- ১৫১
হেড কোয়ার্টার/জব্বলপুর- ১৯

আবেদনের ন্যূনতম যোগ্যতা- ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে আইটিআই (NCVT/SCVT) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স- ন্যূনতম ১৫ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। আবেদনকারীর উর্ধ্বসীমা ২৪ বছর।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৪১ টাকা। তফশিলি জাতি ও উপজাতি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে ৪১ টাকা।

আবেদনের পদ্ধতি- প্রথমে www.wcr.indianrailways.gov.in- ওয়েবসাইটে যান। সেখান থেকে যান RRC Jabalpur, তারপর বেছে নিন Act Apprentice 2025-26। তারপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রার করুন। এরপর ফর্ম পূরণ করুন। এরপর নথির স্ক্যান কপি আপলোড করুন। তারপর জমা দিতে হবে আবেদন মূল্য। ব্যস, এবার সাবমিট করে অ্যাপ্লিকেশনের কপি যত্ন করে রাখুন নিজের কাছে।

নিয়োগের পদ্ধতি- প্রথমে মাধ্যমিক ও আইটিআইয়ের নম্বর অনুযায়ী বেছে নেওয়া হবে। দুজন একই নম্বর পেলে সেক্ষেত্রে যিনি আগে মাধ্যমিক পাশ করেছেন তিনি অগ্রাধিকার পাবেন। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক।

আবেদনের শেষ তারিখ - ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আবেদনের পূর্বে আরও বিস্তারিত তথ্য পেতে অবশ্যই খতিয়ে দেখুন রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ন্যূনতম ১৫ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন। আবেদনকারীর উর্ধ্বসীমা ২৪ বছর।
  • সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৪১ টাকা। তফশিলি জাতি ও উপজাতি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে ৪১ টাকা।
Advertisement