shono
Advertisement
Canara Bank

কানাড়া ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিসের সুযোগ, আবেদন করুন আজই

আবেদনমূল্য কত?
Published By: Tiyasha SarkarPosted: 04:21 PM Sep 28, 2025Updated: 04:21 PM Sep 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সাড়ে তিন হাজারের বেশি অ্যাপ্রেন্টিসের বিজ্ঞপ্তি প্রকাশ করল কানাড়া ব্যাঙ্ক। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? খুঁটিনাটি জেনে আবেদন করে ফেলুন এখনই।

Advertisement

মোট শূন্যপদ-৩৫০০

পদের নাম- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

আবেদনকারীর যোগ্যতা- স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তবে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে যারা আবেদন করবেন, তারাই এই পদের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স- এই পদে আবেদনের ন্যূনতম বয়স ২০ বছর। সর্বোচ্চ ২৮ বছর হলে আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি- প্রথমে কানাড়া ব্যাঙ্কের (www.canarabank.bank.in) অফিসিয়াল ওয়েবসাইটে যান। চলে যান কেরিয়ার অনশনে। বেছে নিন 'Recruitment'। এরপর “Engagement of Graduate Apprentices in Canara Bank under Apprentices Act, 1961 for FY 2025-26"-এই অপশনে যান। এরপর নতুন রেজিস্ট্রেশনের অপশন বেছে নিন। যাবতীয় তথ্য দিন, আবেদন মূল্য জমা দিন। ব্যস কেল্লাফতে!

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য ৫০০ টাকা। তফশিলি জাতি ও উপজাতি ক্ষেত্রে আবেদন ফি শূন্য।

আবেদনের শেষ তারিখ- ১২ অক্টোবর, ২০২৫

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
  • এই পদে আবেদনের ন্যূনতম বয়স ২০ বছর।
  • আবেদনের শেষ তারিখ ১২ অক্টোবর, ২০২৫।
Advertisement