সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে সাঁওতাল ভাষা প্রসারে বিশেষ উদ্যোগ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সাম্মানিক বিভিন্ন কোর্সে সাঁওতালি ভাষায় পঠনপাঠন শুরু হল। ভূগোল, দর্শন, গণিত, পদার্থবিদ্যার মতো বিভিন্ন কোর্স সাঁওতালি ভাষায় পড়ানো হবে। সাঁওতাল ভাষায় পড়ুয়ারা গবেষণার সুযোগও পাবেন বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
জঙ্গলমহলে বিশেষত বাঁকুড়ায় সাঁওতাল উপজাতির অনেকেই বসবাস করেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত তাঁরা সাঁওতাল ভাষায় পড়াশোনা করে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাঁওতাল ভাষায় পড়াশোনার সুযোগ না পেলে তারা পিছিয়ে পড়বে। তাই পড়ুয়াদের উন্নতির কথা মাথায় রেখে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের পরামর্শ ও উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সাঁওতাল ভাষায় স্নাতক স্তরে শাখা চালু করেছে। জঙ্গলমহলের আদিবাসী জনগণের উন্নয়নে এই উদ্যোগ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
কারা পড়াশোনার সুযোগ পাবেন?
প্রথম বর্ষ ও প্রথম সেমেস্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই পড়ুয়াকে বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
কোন বিভাগে কতগুলি আসন রয়েছে?
পদার্থবিজ্ঞান: ২৮
গণিত: ২৮
ভূগোল: ৬০
দর্শন: ৬০
সাঁওতাল ভাষায় স্নাতক সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সচিব অরিন্দম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে ছুটির দিন বাদে।
যোগাযোগের নম্বর: ৯৮৩২২৫৬১৬০।
