shono
Advertisement

Breaking News

IEM-UEM Group

দ্বিতীয় পর্বে 'বেঙ্গল ই-সামিট ২০২৫', আয়োজনে আইইএম-ইউইএম গ্রুপের বিশেষ উদ্যোগ

পূর্ব ভারতে এমন উদ্যোগ এই প্রথম।
Published By: Buddhadeb HalderPosted: 05:05 PM Jul 26, 2025Updated: 05:05 PM Jul 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইইএম-ইউইএম গ্রুপের দ্বিতীয় পর্বের 'বেঙ্গল ই-সামিট ২০২৫' পালিত হচ্ছে আজ। কলকাতায় আইইএম গুরুকুল ক্যাম্পাসে দুদিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই উপলক্ষে ২৬ ও ২৭ জুলাই ক্যাম্পাসে জড়ো হন ভারতের বিভিন্ন প্রান্তের স্টার্টআপ শিল্পোদ্যোগী, চিন্তাবিদ ও বিনিয়োগকারী।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে ডিজিসিআইএস-এর ডিরেক্টর জেনারেল ডঃ বন্দনা সেন আজকের অর্থনীতিতে উদ্যোগপতিদের গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন।

ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে সাধারণ স্তরে মেলে ধরার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনটি আয়োজন করা হয়েছে। এই প্ল্যাটফর্মে সকল শিল্পপতি ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। বিভিন্ন কর্মশালা ও প্যানেল ডিসকাশনে উঠে আসে স্টার্টআপগুলির প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন, পরিষেবা ও পণ্যের নিত্য নতুন উদ্ভাবনের ভাবনা। এই অনুষ্ঠানে 'স্টার্টআপ এক্সপো', 'পিচ পারফেক্ট', 'ইনভেস্টোপিয়া' প্রভৃতি ইভেন্ট শিক্ষার্থীদের নতুন দিশার সন্ধান দেয়।

শিল্প পরামর্শদাতা থেকে শুরু করে বিনিয়োগকারী, বিজনেস লিডার ও আরও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় একশোটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইইএম-ইউইএম গ্রুপের দ্বিতীয় পর্বের 'বেঙ্গল ই-সামিট ২০২৫' পালিত হচ্ছে আজ।
  • কলকাতায় আইইএম গুরুকুল ক্যাম্পাসে দুদিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
  • শিল্প পরামর্শদাতা থেকে শুরু করে বিনিয়োগকারী, বিজনেস লিডার ও আরও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
Advertisement