সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি উচ্চমাধ্যমিক পাশ? বিএসএফে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করেছেন, তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এগারোশোর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল বিএসএফ। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের নূন্যতম যোগ্যতা কী? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ -১১২১
পদ
১. হেড কনস্টেবল (রেডিও অপারেটর)- ৯১০
২. হেড কনস্টেবল (রেডিও মেকানিক)- ২১১
আবেদনের যোগ্যতা
১. হেড কনস্টেবল (রেডিও অপারেটর)- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক পাশেরাও আবদেন করতে পারবেন। তবে আইটিআই পাশ হতে হবে।
২. হেড কনস্টেবল (রেডিও মেকানিক)- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন ও গণিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। মাধ্যমিক পাশেরাও আবদেন করতে পারবেন। তবে আইটিআই পাশ হতে হবে।
আবেদনকারীর বয়স- বয়স ন্যূনতম ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন। তবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
আবেদন মূল্য - সাধারণ প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। তফিশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনমূল্য শূন্য।
নিয়োগের পদ্ধতি- প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর হবে মেডিক্যাল।
আবেদনের পদ্ধতি
১. www.rectt.bsf.gov.in- এই ওয়েবসাইটে যান।
২. Apply Online – HC (RO/RM) Recruitment 2025- অপশনে যান।
৩.আবেদনপত্র পূরণ করুন।
৪.নথি আপলোড করুন।
৫. আবেদন মূল্য জমা দিন।
৬. সাবমিট করুন। অ্যাপ্লিকেশন আইডি নিজের কাছে রাখুন।
আবেদনের শেষ তারিখ- ২৩ সেপ্টেম্বর।
