সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পাশ বলে চাকরি পাবেন কিনা সে বিষয়ে চিন্তিত। ভাবছেন প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে গেলেন অনেকটাই তাই তো? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফে পশ্চিম মেদিনীপুরে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে আগ্রহীরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন/ডেটা ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা:
যেকোনও সরকারি সংস্থায় একই পদে ন্যূনতম ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]
বেতন:
প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন পাবেন।
চুক্তিভিত্তিতে উপরোক্ত পদে আপাতত কাজের সুযোগ পাওয়া যাবে। করোনা পরীক্ষা ল্যাবরেটরিতে কাজ করতে হবে।
ইন্টারভিউর সময়:
আগামী ১৩ জানুয়ারি, বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
ইন্টারভিউর স্থান:
অফিস অফ দ্য প্রিন্সিপাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, পশ্চিম মেদিনীপুর-৭২১১০১।
চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীকে নজর রাখতে হবে।