সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারামেডিক্যাল উত্তীর্ণ? তাহলে আপনার জন্য় রয়েছে দারুন খবর। একাধিক পদে নিয়োগের (চুক্তিভিত্তিক) বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালি কর্পোরেশন। কীভাবে আবেদন করবেন? শূন্যপদ কটি? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন এখনই।
মোট শূন্যপদ-৫৯
পদ- ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড-২, জুনিয়র নার্সিং স্টাফ, জুনিয়র কেমিস্ট, জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র হেলথ ইন্সপেক্টর, জুনিয়র এক্সরে টেকনিশিয়ান
আবেদনের ন্যূনতম বয়স- বয়স ৬২ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর যোগ্যতা
১. ফিজিওথেরাপিস্ট- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। ফিজিওথেরাপিতে ডিপ্লোমা পাশ হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
২. জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড-২- ড্রেসারসিপ পাশ করতে হবে। অথবা ড্রেসিংয়ের ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বি. ফার্মা ডিগ্রি থাকলে ১ এবছরের অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন।
৩. জুনিয়র কেমিস্ট (চুক্তিভিত্তিক)- কেমিস্ট্রি স্নাতক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন।
৪. জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার- বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। স্বাস্থ্য বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
৫. জুনিয়র ল্যাব টেকনিশিয়ান- বিজ্ঞান শাখায় স্নাতক বা সমতূল ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারেন।
৬. জুনিয়র এক্সরে টেকনিশিয়ান- বিজ্ঞান শাখায় স্নাতক বা সমতূল ডিপ্লোমা পাশ হলে আবেদন করতে পারেন। একবছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
নিয়োগের মেয়াদ- আপাতত ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আবেদনের পদ্ধতি- ডিভিসির ওয়েবসাইটে যান। সেখানেই পেয়ে যাবেন আবেদনের যাবতীয় খুঁটিনাটি।
আবেদনের শেষ তারিখ- ৯ জুলাই।
