shono
Advertisement
EDUSOLVE

বিদেশে পড়ে আসা হবু ডাক্তারদের বাংলায় কাজের সুযোগ, পাশে EDUSOLVE

বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের নিয়ে 'হোয়াইট কোর্ট সেরিমনি' সমাবর্তন উৎসব পালন করা হয়।
Published By: Sayani SenPosted: 04:25 PM Sep 07, 2025Updated: 04:25 PM Sep 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে পড়ে আসা হবু ডাক্তারদের বাংলায় কাজের সুযোগ। শিক্ষার্থীদের পাশে EDUSOLVE। বাংলা থেকে কিরগিজস্তান, কাজাখস্তান-সহ প্রায় ১০টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা। বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের নিয়ে 'হোয়াইট কোর্ট সেরিমনি' সমাবর্তন উৎসব পালন করা হয়। নিউটাউনের ইকো পার্কের উৎসারি ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, আল-আমিন মিশনের ডিরেক্টর দিলদার হোসেন, শিক্ষানুরাগী পবন কুমার পাতাওদি ও মোহাম্মদ কামরুজ্জামান, আইতুল্লা ফারুক মোল্লা, কাজি মহসিন আজিম (সুমন), আতাউর রহমান, বাপ্পা মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কিরগিজস্তানের খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. দানিয়াল শি. চিঙ্গিশপায়েভ, ডা. এম. নাদিম জাফর, কান্যকেই ঝুনুশোভা ও ডা. চাতকালবায়েভা শাইয়িরগুল,ডা. সালায়ুত মুনিরা এরকিনতায়েভনা,ডা. ওশীভা সাক্সেনা। অনুষ্ঠানে বিদেশে ডাক্তারি পড়ে আসা এবং বর্তমান শিক্ষার্থীরা নতুনদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন।

সমাবর্তনে উপস্থিত থাকা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, "রাজ্যে যাতে বেশি ডাক্তার তৈরি হয়। ভবিষ্যতে বিদেশে যেতে না হয়, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে সরকার সক্রিয় পদক্ষেপ করবে।" কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল হাইস্কুল অফ মেডিসিন থেকে ডাক্তারি কোর্স করা আল-আমিন মিশনের প্রাক্তনী ইনজামামুল সরকার বলেন, “মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সরকারি মেডিক্যালে সুযোগ না পাওয়ায় বিকল্প খুঁজছিলাম। এডুসলভ এডুটেক প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অনেক কম খরচে কিরগিজস্তান থেকে পড়াশোনা সম্পন্ন করতে পেরেছি। সংস্থার সহযোগিতা অসাধারণ ছিল।” EDUSOLVE-এর প্রতিষ্ঠাতা ডা. রাকেশ হোসেন ও সম্পাদক ইনজামামুল হক মিদ্দা বলেন, “বিদেশে পড়াশোনা করেও রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে থাকবে আমাদের সংস্থা। ডাক্তারি পেশায় প্রতিষ্ঠা পেতে তারা যাতে পূর্ণ সহায়তা পান, সেটাই আমাদের লক্ষ্য।” বিদেশে পড়াশোনা করে আসার পর রাজ্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার সুযোগ পেলে সেটাই করবেন বলেই দাবি হবু ডাক্তারদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশে পড়ে আসা হবু ডাক্তারদের বাংলায় কাজের সুযোগ, পাশে EDUSOLVE।
  • বাংলা থেকে কিরগিজস্তান, কাজাখস্তান-সহ প্রায় ১০টি দেশে ডাক্তারি পড়ার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা।
  • বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের নিয়ে 'হোয়াইট কোর্ট সেরিমনি' সমাবর্তন উৎসব পালন করা হয়।
Advertisement