shono
Advertisement

Breaking News

স্নাতক হলেই মিলতে পারে FCI-তে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগামী ২৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না। The post স্নাতক হলেই মিলতে পারে FCI-তে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:26 PM Sep 29, 2019Updated: 04:27 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ম্যানেজার (জেনারেল/ডিপো/মুভমেন্ট/অ্যাকাউন্টস/টেকনিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। www.fci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন আগামী ২৭ অক্টোবর।

Advertisement

[আরও পড়ুন: SAIL-এ প্রচুর কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো?]

কোন বিভাগে কত শূন্যপদ:
ম্যানেজার(জেনারেল): ২২টি
ম্যানেজার(মুভমেন্ট): ৩২টি
ম্যানেজার(অ্যাকাউন্টস): ১২১টি
ম্যানেজার(টেকনিক্যাল): ৫৩টি
ম্যানেজার(সিভিল ইঞ্জিনিয়ারিং): ৭টি
ম্যানেজার(ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং): ৫টি
ম্যানেজার(হিন্দি): ৩টি

[আরও পড়ুন: রাজ্য সরকারের শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর হলেই চলবে।
২. চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রি থাকলেও উপরোক্ত শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.fci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে ব্যাংকে ফি হিসাবে ৮০০টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ব্যাংকে কোনও টাকা জমা দিতে হবে না। আবেদনকারীকে এরপর ব্যাংক থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৭ অক্টোবর।

[আরও পড়ুন: আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে কৃষি দপ্তরে চাকরির সুযোগ]

কীভাবে কর্মী নিয়োগ করা হবে, সে বিষয়ে জানার জন্য আবেদনকারীদের www.fci.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

The post স্নাতক হলেই মিলতে পারে FCI-তে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement