shono
Advertisement

কলকাতা হাই কোর্টে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
Posted: 05:42 PM Jan 07, 2021Updated: 05:42 PM Jan 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ডেটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যানালিস্ট (প্রোগ্রামিং), সিনিয়র প্রোগ্রামার এবং সিস্টেম ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ১৫৩টি
শিক্ষাগত যোগ্যতা:
১. ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশনের এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়া ঘণ্টায় ৮ হাজার শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।

সিস্টেম অ্যানালিস্ট
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে/ইনফর্মেশন টেকনোলজিতে স্নাতক কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
যেকোনও বেসরকারি সংস্থায় ন্যূনতম ৫ বছর প্রোগ্রামিং/সফটওয়্যার ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ২৬ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: ব্যাংকে চাকরি করতে চান? বিপুল বেতনে কর্মী নিয়োগ করবে SBI]

সিনিয়র প্রোগ্রামার
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে/ইনফর্মেশন টেকনোলজিতে স্নাতক কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা
এই শূন্যপদে আবেদনকারীর ন্যূনতম ১০ বছর প্রোগ্রামিং/সফটওয়্যার প্যাকেজ কাস্টমাইজেশনের কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ৩১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
৬৭ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

সিস্টেম ম্যানেজার
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে/ইনফর্মেশন টেকনোলজিতে স্নাতক কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা
এই শূন্যপদে আবেদনকারীর ন্যূনতম ১০ বছর প্রোগ্রামিং/সফটওয়্যার প্যাকেজ কাস্টমাইজেশনের কাজ করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ৩১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
৬৭ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.calcuttahighcourt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারীদের ৮০০ টাকা, সিস্টেম অ্যানালিস্ট পদে আবেদনকারীদের ১২০০ টাকা, সিনিয়র প্রোগ্রামার এবং সিস্টেম ম্যানেজার পদে আবেদনকারীদের ১৫০০ টাকা করে ফি জমা দিতে হবে। শুধুমাত্র সাধারণ বা জেনারেল প্রার্থীদের এই ফি ব্যাংকে জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ফি কিছুটা কম। যেমন- ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারীদের ৪০০ টাকা, সিস্টেম অ্যানালিস্ট পদে আবেদনকারীদের ৬০০ টাকা, সিনিয়র প্রোগ্রামার এবং সিস্টেম ম্যানেজার পদে আবেদনকারীদের ৭০০ টাকা করে ফি ব্যাংকে জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রতিযোগিতামূলক লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করতে হবে।

আবেদনকারীদের অবশ্যই www.calcuttahighcourt.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ভাল চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement