shono
Advertisement

Breaking News

Primary Head teacher

পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

দীর্ঘ ১৭ বছর পর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ।
Published By: Paramita PaulPosted: 06:08 PM Apr 12, 2025Updated: 06:28 PM Apr 12, 2025

সম্যক খান, মেদিনীপুর: দীর্ঘ ১৭ বছর পর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ‌্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ। গত শুক্রবার ওই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ‌্যালয় সংসদ। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল বিভিন্ন শিক্ষক সংগঠন। প্রধান শিক্ষকপদে আবেদন করতে গেলে কী কী যোগ‌্যতা লাগবে তা সরকারি গাইডলাইন অনুযায়ী প্রকাশও করে দেওয়া হয়েছে।

Advertisement

প্রধান শিক্ষকের যোগ্যতা
ন্যূনতম মাপকাঠি- ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত শিক্ষকের মাধ্যমিক পাশ এবং ১ বা ২ বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকা আবিশ্যিক।

আবার ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও যোগ্যতার মাপকাঠি একই।

তবে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের যোগ্যতার মাপকাঠি ভিন্ন। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বা স্নাতক এবং দু'বছরের ডিএলএড বা পিটিটিআই প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি স্পেশাল ডি.এড, স্পেশাল বি.এড বা সাধারণ বি.এড করা থাকলে ৬ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ থাকতে হবে।

আবেদনের সময়সীমা
আগামী ১৬ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা প্রধান শিক্ষকপদে আবেদন করতে পারবেন। তবে সংসদের দেওয়া নির্দিষ্ট বয়ান বা ফর্মাটে আবেদন করতে হবে। তা জমা দিতে হবে অবর বিদ্য়ালয় পরিদর্ক বা এসআই-এর কার্যালয়ে। অন্যথায় তা গৃহীত হবে না।

এ প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ‌্যালয় সংসদের চেয়ারম‌্যান অনিমেষ দে বলছেন, "শূন‌্যপদ আছে প্রায় আড়াই হাজার। নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি ও অভিজ্ঞতাকেই প্রাধান‌্য দেওয়া হবে।" শেষবার বামফ্রন্ট আমলে ২০০৮ সালে প্রধান শিক্ষকপদে নিয়োগ হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ ১৭ বছর পর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ‌্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ।
  • গত শুক্রবার ওই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ‌্যালয় সংসদ।
  • দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল বিভিন্ন শিক্ষক সংগঠন।
Advertisement