সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM)-এর উদ্যোগে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হল, 'ইউরোপিয়ান কনফারেন্স অন ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ইন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (EIRTM 2015)'। ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলা এই সম্মেলনে যৌথভাবে অংশ নিয়েছিল 'ফটোভোলটাইক ইনস্টিটিউট অফ ইলে-ডি-ফ্রান্স' এবং 'ইএমএলভি - দ্য লিওনার্ড ডি ভিঞ্চি বিজনেস স্কুল প্যারিস'

এই সম্মেলনের পৃষ্ঠপোষক ছিলেন IEM-UEM গ্রুপের ডিরেক্টর অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী। স্বনামধন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে শিক্ষাক্ষেত্রে IEM-UEM-এর সাফল্যের কথা তুলে ধরেন তিনি। এই অনুষ্ঠানে বিশ্বের ২৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। যেখানে ৪২টি গবেষণাপত্র গৃহীত হয়। গবেষণাপত্র গ্রহণের অনুপাত ছিল ৩৩.২ শতাংশ। সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা ও শিল্প জগতের স্বনামধন্য বক্তারা। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুনীল সহদেব সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক বিস্তার নিয়ে নিজের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। ইএমএলভি বিজনেস স্কুল-একোলে দি ম্যানেজমেন্ট দ্য লিওনার্ড ডি ভিঞ্চি, প্যারিসের সহকারী অধ্যাপক এলিসার তৌফেইলি তাঁর বক্তব্যে ব্যাখ্যা করেন, কীভাবে প্রযুক্তি ও ব্যবস্থাপনা ক্ষেত্রে সহযোগিতামূলক গবেষণা ক্ষেত্রে নতুন সুযোগের পথ খুলে দিচ্ছে।
ইংল্যান্ডের সুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাণক্য জয়বর্ধন বলেন, "একক পদ্ধতিতে যে জটিল সমস্যার সমাধান মেলে না তা নিমেষে সমাধান করে দেবে টেকনোলজি ম্যানেজমেন্ট ইন্টারফেস।" IEM-UEM-এর তরফে দাবি করা হচ্ছে, বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে অধ্যয়নের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক উপকৃত হবেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ পাবেন।