shono
Advertisement
Murshidabad University

মুর্শিদাবাদ বিশ্ববিদ্য়ালয়ে চাকরির সুযোগ, আবেদন করবেন কীভাবে?

জেনে নিন খুঁটিনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 05:15 PM Apr 14, 2025Updated: 05:15 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NET বা SET উত্তীর্ণ, কিন্তু এখনও স্থায়ী চাকরি পাননি? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। অতিথি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কোন কোন বিভাগে রয়েছে চাকরির সুযোগ? কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

কোন কোন বিভাগে শূন্যপদ

১. অর্থনীতি
২.ভূগোল
৩. আইন
৪. গণিত
৫. রসায়ন
৬.রাষ্ট্রবিজ্ঞান
৭.সংস্কৃত
৮.জুলজি

শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। নেট বা সেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে। (যদি পিএইচ.ডি করা থাকে বা শিক্ষকতার অভিজ্ঞতা থাকে তাহলে বাড়তি সুবিধা পাবেন।)

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। (https://msduniv.ac.in/1819interview/index.aspx)-এই লিংকে ক্লিক করলেই পাবেন অ্যপ্লিকেশন ফর্ম। সেখানে যাবতীয় তথ্য দিন, নথি আপলোড করুন। এরপর সাবমিট করুন।

নিয়োগের পদ্ধতি- ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে। 

আবেদনের শেষ তারিখ- ১৬ এপ্রিল

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে অতিথি অধ্যাপকদের। তবে পরবর্তীতে বাড়তে পারে মেয়াদ। উল্লেখ্য, আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে খতিয়ে দেখুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদ বিশ্ববিদ্য়ালয়ে চাকরির সুযোগ।
  • অতিথি অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়।
Advertisement